বলিউডের নতুন সিনেমা ‘উঁচাই’। এতে অভিনয় করেছেন বলিউডের চার ‘জ্যেষ্ঠ’ গুণী অভিনেতা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুরাজ বারজাতিয়া।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ‘উঁচাই’। বিস্ময়কর হারে দ্বিতীয় দিনে ছবিটির আয় বেড়েছে ১০১ শতাংশ।
গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নায়ক-নায়িকার উপস্থিতি নেই বিধায় হল মালিকেরা তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর সবার ধারণায় পরিবর্তন এনেছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য মতে, প্রথম দিন ‘উঁচাই’র আয় ছিল ১ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় দিন আয় ১০১ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৪ লাখ রুপি। ফলে দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, রোববার (১৩ নভেম্বর) ছবিটির দর্শক আরও বেড়েছে। তাঁর ধারণা এদিন ৫ কোটির বেশি আয় হয়েছে সিনেমাটির, যার সুবাদে মুক্তির প্রথম সপ্তাহের তিন দিনেই ছবিটির আয় ডাবল ডিজিট ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
‘উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এ রকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।’
এদিকে সর্বশেষ মুক্তি পাওয়া বলিউডের অন্য তিনটি ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেগুলো হলো ‘ডাবল এক্সএল’ ‘ফোন ভূত’ ও ‘মিলি’। সেসব সিনেমায় ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো হাল তারকারা অভিনয় করার পরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না কেউই। অন্যদিকে অমিতাভ-অনুপম-বোমানের মতো ‘জ্যেষ্ঠ’ তারকাদের ছবি দেখার জন্য ভিড় বাড়ছে দর্শকের।
বলিউডের নতুন সিনেমা ‘উঁচাই’। এতে অভিনয় করেছেন বলিউডের চার ‘জ্যেষ্ঠ’ গুণী অভিনেতা। তাঁরা হলেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি ও ড্যানি ডেনজংপা। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সুরাজ বারজাতিয়া।
মুক্তির প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে খুব ভালোভাবে শুরু করতে পারেনি, কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়িয়েছে ‘উঁচাই’। বিস্ময়কর হারে দ্বিতীয় দিনে ছবিটির আয় বেড়েছে ১০১ শতাংশ।
গত শুক্রবার (১১ নভেম্বর) মাত্র ৪৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। নায়ক-নায়িকার উপস্থিতি নেই বিধায় হল মালিকেরা তেমন আগ্রহ দেখায়নি। কিন্তু মুক্তির পর সবার ধারণায় পরিবর্তন এনেছে ছবিটি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্য মতে, প্রথম দিন ‘উঁচাই’র আয় ছিল ১ কোটি ৮১ লাখ রুপি। কিন্তু দ্বিতীয় দিন আয় ১০১ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৬৪ লাখ রুপি। ফলে দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, রোববার (১৩ নভেম্বর) ছবিটির দর্শক আরও বেড়েছে। তাঁর ধারণা এদিন ৫ কোটির বেশি আয় হয়েছে সিনেমাটির, যার সুবাদে মুক্তির প্রথম সপ্তাহের তিন দিনেই ছবিটির আয় ডাবল ডিজিট ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
‘উঁচাই’ প্রযোজনা করেছে বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশ্রী। এই সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে পারিবারিক দর্শক ফিরছে বলেও মনে করেন তরণ আদর্শ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে, বিশেষ করে করোনার পর থেকে এই ধরনের মাঝারি আয়োজনের সিনেমাগুলোর জন্য এ রকম পারিবারিক দর্শক পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তবে ‘উঁচাই’ সেই কাজটি করে দেখাচ্ছে।’
এদিকে সর্বশেষ মুক্তি পাওয়া বলিউডের অন্য তিনটি ছবি একেবারে মুখ থুবড়ে পড়েছে। সেগুলো হলো ‘ডাবল এক্সএল’ ‘ফোন ভূত’ ও ‘মিলি’। সেসব সিনেমায় ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, জাহ্নবী কাপুরের মতো হাল তারকারা অভিনয় করার পরেও বক্স অফিসে সুবিধা করতে পারছে না কেউই। অন্যদিকে অমিতাভ-অনুপম-বোমানের মতো ‘জ্যেষ্ঠ’ তারকাদের ছবি দেখার জন্য ভিড় বাড়ছে দর্শকের।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৭ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে