Ajker Patrika

সিনেমা ও সিরিজে ঈদ জমবে ওয়েবে

বিনোদন ডেস্ক
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে নাসির উদ্দিন খান ও জেফার রহমান।  ছবি: সংগৃহীত
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে নাসির উদ্দিন খান ও জেফার রহমান। ছবি: সংগৃহীত

প্রতি ঈদেই দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোর থাকে বিশেষ প্রস্তুতি। এবার রোজার ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে দুটি নতুন সিরিজ ও সমানসংখ্যক সিনেমা। পাশাপাশি প্রকাশ পাবে একাধিক নাটক। গল্পের বৈচিত্র্যের পাশাপাশি এসব কনটেন্টে থাকছেন জনপ্রিয় তারকারা। সব মিলিয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও জমজমাট প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। ঈদের এসব কনটেন্ট নিয়ে এই প্রতিবেদন।

হইচইয়ে জিম্মি

রুনা লায়লা নামের এক মধ্যবিত্ত নারীর লোভের গল্প নিয়ে তৈরি হয়েছে জিম্মি। সে একজন সরকারি নিম্নপদস্থ কর্মচারী। ১০ বছর ধরে কোনো প্রমোশন হয় না তার। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। সারাক্ষণ তার মাথায় টাকার চিন্তা। একসময় মোটা টাকার লোভে পড়ে যায় রুনা। শুরু করে অবৈধ কাজ। ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবন। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুন। আর রুনা লায়লা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এটি জয়ার অভিনীত প্রথম সিরিজ। সিরিজটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে ইরেশ যাকেরকে। আরও রয়েছেন শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মৃধা শিবলু প্রমুখ। ২৮ মার্চ হইচইয়ে মুক্তি পাবে জিম্মি।

চরকিতে মাইশেলফ অ্যালেন স্বপন ২

‘সিন্ডিকেট’ সিরিজের জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপনকে নিয়ে তৈরি হয়েছিল স্পিন অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর। স্বপনের কাছে থাকা ৪০০ কোটি টাকা কোথা থেকে এল, শেষ পর্যন্ত এই টাকা হোয়াইট করতে পারবে কি না সেই উত্তর পাওয়া যাবে এবার। প্রথম সিজনের মতো এবারও সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। অ্যালেন স্বপন চরিত্রে যথারীতি আছেন নাসির উদ্দিন খান। আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, জেফার রহমান, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

বঙ্গতে হাউ সুইট

রোমান্টিক, অ্যাকশন ও কমেডির মিশেলে ওয়েব ফিল্ম হাউ সুইট বানিয়েছেন কাজল আরেফিন অমি। সুইট নামের এক মেয়েকে বিয়ে করতে চায় এক সন্ত্রাসী। সেই বিয়ের আসর থেকে পালিয়ে বরিশালের পথে পাড়ি জমায় মেয়েটি। পথে পরিচয় হয় অপূর্ব অভিনীত চরিত্রের সঙ্গে। ঘটতে থাকে নানা মজার ঘটনা। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। আরও আছেন মারজুক রাসেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু, সাইদুর পাভেল, জিয়াউল পলাশ প্রমুখ। ঈদের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে হাউ সুইট।

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে অপূর্ব ও ফারিণ। ছবি: সংগৃহীত
‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে অপূর্ব ও ফারিণ। ছবি: সংগৃহীত

আইস্ক্রিনে ছায়া

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘ছায়া’। ২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, অন্যান্য চরিত্রে পল্লব, শবনম বুবলী, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

‘ছায়া’ সিনেমায় বুবলী ও আসিফ নূর। ছবি: সংগৃহীত
‘ছায়া’ সিনেমায় বুবলী ও আসিফ নূর। ছবি: সংগৃহীত

বিঞ্জে মোশাররফের নাটক

ঈদ উপলক্ষে মোশাররফ করিমের দুটি নাটক প্রকাশ করবে বিঞ্জ। নাটক দুটি হলো ‘ত্যাড়া জামাই’ ও ‘টেনশন’। সোহেল হাসানের ত্যাড়া জামাই নাটকে মোশাররফ করিমের সঙ্গে আছেন জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে নিয়াজ মাহবুবের টেনশনে দেখা যাবে নাজিয়া হক অর্ষাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত