বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পরীমণি পুরো বিষয়টি মিথ্যা ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
এ নিয়ে গতকাল খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই গণমাধ্যমের প্রতি চটেছেন এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গু, গোবর, পিশাচ বলে গালিগালাজ করেন পরীমণি।
পরীমণি বলেন, ‘শুক্রবার বিকেলের পর থেকে আমি অনেক হ্যারেজ হয়েছি। শুধু ফোনকল না, নানা রকমভাবে। আমার নামে অভিযোগ, আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সে আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়। যেহেতু থানার মাধ্যমে একটা অভিযোগ করা হয়েছে, সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। যারা মিডিয়াকর্মী, তারা একটু অপেক্ষা করতে পারত না? তারা যে মেন্টাল টর্চারটা আমাকে দিল। যেভাবে ফলাও করে তার অভিযোগটা প্রচার করা হলো, তার ইন্টারভিউ করা হলো। তার মানে কি তাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে না? ...যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে নিউজ করেছে। যেন প্রমাণ হয়ে গেছে আমি দোষী।’
কয়েক দিন আগে পরীমণির হাতে মেহেদি দিয়ে ‘এস’ লেখা নিয়ে নিউজ হয়েছিল। এরপর ফেসবুকে গণমাধ্যমকর্মীদের ‘বলদ’ বলেছিলেন পরী। আজকের লাইভে সে প্রসঙ্গ আবারও তুলে পরীমণি বলেন, ‘হাতে এস লেখার কারণে আপনাদের বলদ বলেছি বলে কি এমন করছেন? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিশাচ।’
জেলে যাওয়ার পরেও তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের সমালোচনা করেন। পরী বলেন, ‘যে কয়দিন আমি জেলে ছিলাম, সে সময় শুধু আমাকে নিয়েই নিউজ করা হয়েছে। আজ পরীমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কি না, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো। এত নোংরাভাবে নিউজগুলো প্রকাশ করা হচ্ছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয়। যেন একটা নাটকীয় ব্যাপার। এটা তো আমার ব্যক্তিগত জীবন। একটা জীবন তো সিনেমা হতে পারে না।’
গৃহকর্মীর অভিযোগ নিয়ে পরী জানান, তাঁর কাছে সবকিছুর প্রমাণ আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি তা এখন প্রকাশ করছেন না। ভরসা রাখতে চান আইনের প্রতি। তবে শেষ দিকে উত্তেজিত হয়ে পরী জানান, আজ সবকিছুর প্রমাণ দিয়ে দেবেন।
এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে পরীমণি পুরো বিষয়টি মিথ্যা ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন।
এ নিয়ে গতকাল খবর প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। আর তাতেই গণমাধ্যমের প্রতি চটেছেন এই নায়িকা। শুক্রবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের গু, গোবর, পিশাচ বলে গালিগালাজ করেন পরীমণি।
পরীমণি বলেন, ‘শুক্রবার বিকেলের পর থেকে আমি অনেক হ্যারেজ হয়েছি। শুধু ফোনকল না, নানা রকমভাবে। আমার নামে অভিযোগ, আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি। সে আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়। যেহেতু থানার মাধ্যমে একটা অভিযোগ করা হয়েছে, সেটা তো আইনি প্রক্রিয়ায় চলে গেছে। যারা মিডিয়াকর্মী, তারা একটু অপেক্ষা করতে পারত না? তারা যে মেন্টাল টর্চারটা আমাকে দিল। যেভাবে ফলাও করে তার অভিযোগটা প্রচার করা হলো, তার ইন্টারভিউ করা হলো। তার মানে কি তাকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে না? ...যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে নিউজ করেছে। যেন প্রমাণ হয়ে গেছে আমি দোষী।’
কয়েক দিন আগে পরীমণির হাতে মেহেদি দিয়ে ‘এস’ লেখা নিয়ে নিউজ হয়েছিল। এরপর ফেসবুকে গণমাধ্যমকর্মীদের ‘বলদ’ বলেছিলেন পরী। আজকের লাইভে সে প্রসঙ্গ আবারও তুলে পরীমণি বলেন, ‘হাতে এস লেখার কারণে আপনাদের বলদ বলেছি বলে কি এমন করছেন? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা গু, আপনারা গোবর, আপনারা পিশাচ।’
জেলে যাওয়ার পরেও তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের নিউজ প্রকাশের সমালোচনা করেন। পরী বলেন, ‘যে কয়দিন আমি জেলে ছিলাম, সে সময় শুধু আমাকে নিয়েই নিউজ করা হয়েছে। আজ পরীমণি কি খেলেন, কোথায় ঘুমালেন, কম্বল দেওয়া হলো কি না, তাকে কোন থালায় খাবার দেওয়া হলো। এত নোংরাভাবে নিউজগুলো প্রকাশ করা হচ্ছিল, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয়। যেন একটা নাটকীয় ব্যাপার। এটা তো আমার ব্যক্তিগত জীবন। একটা জীবন তো সিনেমা হতে পারে না।’
গৃহকর্মীর অভিযোগ নিয়ে পরী জানান, তাঁর কাছে সবকিছুর প্রমাণ আছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা থেকে তিনি তা এখন প্রকাশ করছেন না। ভরসা রাখতে চান আইনের প্রতি। তবে শেষ দিকে উত্তেজিত হয়ে পরী জানান, আজ সবকিছুর প্রমাণ দিয়ে দেবেন।
প্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ ঘণ্টা আগেসোনা চোরাচালানের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে কুলি সিনেমার গল্প। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এই সিনেমা প্রায় ৫১৫ কোটি রুপির ব্যবসা করেছে।
৩ ঘণ্টা আগেবিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর অবশেষে দেশের দর্শকের সামনে আসছে 'সাবা'৷ গতকাল সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাবা। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।
৩ ঘণ্টা আগেনাটকের পরিচিত মুখ সাদিয়া আয়মান। কাজ করছেন সিনেমাতেও। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন উপস্থাপনায়। ব্রিটিশ কাউন্সিলের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে তাঁকে। সাদিয়ার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১২ ঘণ্টা আগে