বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা। গতকাল অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘দাগি’। এ মাসেই দেশের বাইরে মুক্তি পাবে ‘বরবাদ’ ও ‘জংলি’।
দাগি চলছে অস্ট্রেলিয়ায়
ঈদের সিনেমার মধ্যে সবার আগে দেশের বাইরে মুক্তি পেল শিহাব শাহীনের দাগি। গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাতা শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশনসের পরিবেশনায় ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও অনেক দেশে মুক্তির কথা রয়েছে। দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।
বরবাদ দিয়ে পরিবেশনায় শাকিব
সিনেমা প্রযোজনায় আগেই নাম লিখিয়েছেন শাকিব খান। এবার সিনেমা পরিবেশনা শুরু করছে তাঁর প্রতিষ্ঠান এসকে ফিল্মস। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে পরিবেশনা শুরু করবে এসকে ফিল্মস। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় চলবে বরবাদের প্রদর্শনী। ১৯ এপ্রিল কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে মুক্তি পাবে সিনেমাটি। পরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে বরবাদ। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমায় শাকিব খানের নায়িকা পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
২৫ এপ্রিল বিশ্বভ্রমণে জংলি
ঈদের আগেই ‘জংলি’র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানিয়েছিল, ২৫ এপ্রিল দেশের বাইরে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্যায়ে কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে জংলি। কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়। জংলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি বানিয়েছেন এম রাহিম। এ ছাড়া ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমার বিদেশে মুক্তি নিয়ে আলাপ চলছে বলে জানিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন।
সিনেপ্লেক্সে নেমে গেল হলিউড সিনেমা
ঈদের দিন থেকে বাংলা সিনেমা দেখতে সিনেপ্লেক্সে ভিড় ছিল লক্ষণীয়। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেক দর্শক। বাংলা সিনেমার চাহিদা থাকা সত্ত্বেও সিনেপ্লেক্সে হলিউড সিনেমার প্রদর্শনী নিয়ে হয়েছে সমালোচনা। অনেকে হলিউড সিনেমা নামিয়ে বাংলা সিনেমার প্রদর্শনী বাড়ানোর দাবি জানিয়েছেন। অবশেষে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো হলিউড সিনেমা। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার বাংলা সিনেমা—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২।
ঈদে মুক্তি পাওয়া ছয়টি বাংলা সিনেমার সঙ্গে দুটি ইংরেজি সিনেমা দিয়ে ঈদ উৎসব শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হলিউডের সিনেমার শোগুলোয় ভাগ বসিয়েছে বাংলাদেশি সিনেমা। হলিউড সিনেমার পাশাপাশি দর্শক আগ্রহ না থাকায় ‘জ্বীন থ্রি’ ও ‘অন্তরাত্মা’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মুক্তির ১৪তম দিনেও স্টার সিনেপ্লেক্সে যেসব বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হচ্ছে, সেগুলোর প্রায় সব শো হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক। অনলাইন থেকে কাউন্টার—মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে টিকিট।
স্টার সিনেপ্লেক্সের মতো কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও চলছে শুধু বাংলা সিনেমা। ছয় সিনেমা দিয়ে শুরু করলেও চলতি সপ্তাহে বরবাদ, দাগি ও জংলি দিয়ে সাজানো হয়েছে সিনেপ্লেক্সটির শিডিউল। তবে, ব্লকবাস্টার সিনেমাসে দেশি সিনেমার পাশাপাশি প্রদর্শিত হচ্ছে ‘ফ্লাইট রিস্ক’ নামের একটি হলিউড সিনেমা।
প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও সিনেমা দেখতে বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। দর্শক চাহিদার কারণে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে হলিউড সিনেমা। একই সঙ্গে গতকাল শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা। গতকাল অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘দাগি’। এ মাসেই দেশের বাইরে মুক্তি পাবে ‘বরবাদ’ ও ‘জংলি’।
দাগি চলছে অস্ট্রেলিয়ায়
ঈদের সিনেমার মধ্যে সবার আগে দেশের বাইরে মুক্তি পেল শিহাব শাহীনের দাগি। গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। নির্মাতা শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশনসের পরিবেশনায় ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীনে নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও অনেক দেশে মুক্তির কথা রয়েছে। দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।
বরবাদ দিয়ে পরিবেশনায় শাকিব
সিনেমা প্রযোজনায় আগেই নাম লিখিয়েছেন শাকিব খান। এবার সিনেমা পরিবেশনা শুরু করছে তাঁর প্রতিষ্ঠান এসকে ফিল্মস। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে পরিবেশনা শুরু করবে এসকে ফিল্মস। ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়ায় চলবে বরবাদের প্রদর্শনী। ১৯ এপ্রিল কানাডার মন্ট্রিয়াল, অটোয়া ও টরন্টোতে মুক্তি পাবে সিনেমাটি। পরে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়ায়ও মুক্তি পাবে বরবাদ। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এ সিনেমায় শাকিব খানের নায়িকা পশ্চিমবঙ্গের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
২৫ এপ্রিল বিশ্বভ্রমণে জংলি
ঈদের আগেই ‘জংলি’র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া জানিয়েছিল, ২৫ এপ্রিল দেশের বাইরে মুক্তি পাবে সিনেমাটি। প্রথম পর্যায়ে কানাডা, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে জংলি। কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়। জংলি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শহীদুজ্জামান সেলিম, শিশুশিল্পী নৈঋতা প্রমুখ। সিনেমাটি বানিয়েছেন এম রাহিম। এ ছাড়া ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর ৩০২’ সিনেমার বিদেশে মুক্তি নিয়ে আলাপ চলছে বলে জানিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন।
সিনেপ্লেক্সে নেমে গেল হলিউড সিনেমা
ঈদের দিন থেকে বাংলা সিনেমা দেখতে সিনেপ্লেক্সে ভিড় ছিল লক্ষণীয়। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেক দর্শক। বাংলা সিনেমার চাহিদা থাকা সত্ত্বেও সিনেপ্লেক্সে হলিউড সিনেমার প্রদর্শনী নিয়ে হয়েছে সমালোচনা। অনেকে হলিউড সিনেমা নামিয়ে বাংলা সিনেমার প্রদর্শনী বাড়ানোর দাবি জানিয়েছেন। অবশেষে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো হলিউড সিনেমা। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার বাংলা সিনেমা—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২।
ঈদে মুক্তি পাওয়া ছয়টি বাংলা সিনেমার সঙ্গে দুটি ইংরেজি সিনেমা দিয়ে ঈদ উৎসব শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হলিউডের সিনেমার শোগুলোয় ভাগ বসিয়েছে বাংলাদেশি সিনেমা। হলিউড সিনেমার পাশাপাশি দর্শক আগ্রহ না থাকায় ‘জ্বীন থ্রি’ ও ‘অন্তরাত্মা’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মুক্তির ১৪তম দিনেও স্টার সিনেপ্লেক্সে যেসব বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হচ্ছে, সেগুলোর প্রায় সব শো হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক। অনলাইন থেকে কাউন্টার—মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে টিকিট।
স্টার সিনেপ্লেক্সের মতো কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও চলছে শুধু বাংলা সিনেমা। ছয় সিনেমা দিয়ে শুরু করলেও চলতি সপ্তাহে বরবাদ, দাগি ও জংলি দিয়ে সাজানো হয়েছে সিনেপ্লেক্সটির শিডিউল। তবে, ব্লকবাস্টার সিনেমাসে দেশি সিনেমার পাশাপাশি প্রদর্শিত হচ্ছে ‘ফ্লাইট রিস্ক’ নামের একটি হলিউড সিনেমা।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটি পয়লা বৈশাখ ও তার পরের দিন দুটো প্রদর্শনী হচ্ছে।
১২ ঘণ্টা আগেনামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি।
১৬ ঘণ্টা আগেতিক্ততা, সম্পর্কের ভাঙন দেখা গেল বলিউডের সংগীত জগতে। ভক্তদের অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নিজ হ্যান্ডলে কাক্কার ফ্যামিলির বড় কন্যা ভারতীয় প্লেব্যাক গায়িকা, গীতিকার এবং টেলিভিশন ব্যক্তিত্ব সোনু জানালেন সম্পর্ক বিচ্ছেদের খবর।
১৮ ঘণ্টা আগেপয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী পাঁচফোড়নের এই পর্বে দেখা যাবে পয়লা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। তাঁদের কথোপকথনের মাঝে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয়...
১ দিন আগে