শুরুতে সাদাকালো ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ। এর পরেই তাঁর গমগম কণ্ঠস্বর। এভাবেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার পাওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’—এ দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য। সংগীত পরিচালনা করেছেন শিল্পী কবীর সুমন। ছবির প্রযোজক চিত্রনায়ক দেব। ছবিতে হবুচন্দ্র রাজার ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘এখন আর সুস্থ বিনোদনমূলক ছবি হয় কই! আর রূপকথা বলতে শিশুরা এখন হ্যারি পটার বা ডিজনির ছবিই বোঝে, যেটা আমাদের দেশেরই নয়। আমার মনে হয়, এই ছবিটা একটা রিলিফ! ছবিটা দেখলে দর্শকদের আয়ু বেড়ে যাবে। কারণ প্রচুর হাসবে।’
ছবিতে ব্যবহৃত ছন্দ মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করাতেই পারে ‘হীরক রাজার দেশে’ আর ‘গুপী গাইন বাঘা বাইন’কে। গল্পের সঙ্গে মিশেছে রূপকথা। ছবি প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন, হাতিশাল, ঘোড়াশাল তো আছেই;; থাকবে ম্যাজিক, রাজসভা। সবার আশা, ছবিটি ছোটরা দেখে খুবই মজা পাবে।
ছবির গল্পে দেখা যাবে, বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র। তার রাজত্বে রানি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সবাই বেশ সুখেই আছে। রাজার এক বৃদ্ধ মন্ত্রী আছে, যে অত্যন্ত প্রাজ্ঞ। তবে একটাই দুঃখ রাজার, তার কোনো কন্যাসন্তান নেই। শেষে যেদিন রানির কন্যাসন্তান হলো, সেদিন যেন ষোলো আনা পূর্ণ হলো বোম্বাগড় রাজ্যে। আর সেদিন পাওয়া গেল গবুচন্দ্রকে। তাকে রাজদরবারে ডেকে নিয়ে এল রাজা, করা হলো নতুন মন্ত্রী। সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল।
রানি কুসুমকলি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় করেছেন দুষ্টু গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এ ছাড়া বিশেষ ভূমিকায় রয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর।
২০১৯ সালে রামোজি ফিল্ম সিটিতে রাজকীয় সেট তৈরি করে শুটিং হয়েছিল এই ছবির। এই প্রথম প্রযোজক দেব নিজের কোনো ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন না। পাশাপাশি এই ছবির বাজেটও অনেক। ছবিটি একদিকে যেমন ছোটদের জন্য রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ার।
শুরুতে সাদাকালো ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ। এর পরেই তাঁর গমগম কণ্ঠস্বর। এভাবেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার পাওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’—এ দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য। সংগীত পরিচালনা করেছেন শিল্পী কবীর সুমন। ছবির প্রযোজক চিত্রনায়ক দেব। ছবিতে হবুচন্দ্র রাজার ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘এখন আর সুস্থ বিনোদনমূলক ছবি হয় কই! আর রূপকথা বলতে শিশুরা এখন হ্যারি পটার বা ডিজনির ছবিই বোঝে, যেটা আমাদের দেশেরই নয়। আমার মনে হয়, এই ছবিটা একটা রিলিফ! ছবিটা দেখলে দর্শকদের আয়ু বেড়ে যাবে। কারণ প্রচুর হাসবে।’
ছবিতে ব্যবহৃত ছন্দ মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করাতেই পারে ‘হীরক রাজার দেশে’ আর ‘গুপী গাইন বাঘা বাইন’কে। গল্পের সঙ্গে মিশেছে রূপকথা। ছবি প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন, হাতিশাল, ঘোড়াশাল তো আছেই;; থাকবে ম্যাজিক, রাজসভা। সবার আশা, ছবিটি ছোটরা দেখে খুবই মজা পাবে।
ছবির গল্পে দেখা যাবে, বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র। তার রাজত্বে রানি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সবাই বেশ সুখেই আছে। রাজার এক বৃদ্ধ মন্ত্রী আছে, যে অত্যন্ত প্রাজ্ঞ। তবে একটাই দুঃখ রাজার, তার কোনো কন্যাসন্তান নেই। শেষে যেদিন রানির কন্যাসন্তান হলো, সেদিন যেন ষোলো আনা পূর্ণ হলো বোম্বাগড় রাজ্যে। আর সেদিন পাওয়া গেল গবুচন্দ্রকে। তাকে রাজদরবারে ডেকে নিয়ে এল রাজা, করা হলো নতুন মন্ত্রী। সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল।
রানি কুসুমকলি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় করেছেন দুষ্টু গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এ ছাড়া বিশেষ ভূমিকায় রয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর।
২০১৯ সালে রামোজি ফিল্ম সিটিতে রাজকীয় সেট তৈরি করে শুটিং হয়েছিল এই ছবির। এই প্রথম প্রযোজক দেব নিজের কোনো ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন না। পাশাপাশি এই ছবির বাজেটও অনেক। ছবিটি একদিকে যেমন ছোটদের জন্য রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ার।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৭ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১১ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৪ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৫ ঘণ্টা আগে