দ্বিতীয়বারে সেন্সরে পাস হলো অনন্য মামুনের ‘অমানুষ’। বৃহস্পতিবার পুনরায় ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন সেন্সর বোর্ডের সদস্যরা। ১৬ নভেম্বর ছবিটি দেখে একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড।
পরিচালক অনন্য মামুন বলেন, ‘‘আজ সেন্সর সনদ হাতে পেলাম। তবে ছবিতে একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।’’
এটি অনন্য মামুনের ১৬ নম্বর ছবি। মামুন বলেন, ‘প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। একটা ছবি যখন সেন্সরে পাস হয়, তখন মুক্তির আর কোনো বাধা থাকে না। আর এটি প্রত্যেক পরিচালকের কাছেই আনন্দের।’
অনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ব্রাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর প্রধান হিসেবে কাজ করছেন মিথিলা। বর্তমানে প্রতিষ্ঠানটির কাজে সূদুর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অবস্থান করছেন। এই মাসের শেষে কলকাতায় ফেরার কথা রয়েছে। ফিরেই হাতে থাকা ছবির কাজে হাত দেবেন। কলকাতার ‘নীতিশাস্ত্র’ ছবির ডাবিং বাকি। বাংলাদেশে ‘জলে জ্বলে তারা’ ছবির ডাবিংও বাকি আছে এই অভিনেত্রীর। প্রসেনজিতের সঙ্গে ‘আয় খুকু আয়’ নামে একটা ছবিতে অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত। নতুন একটা ওয়েব সিরিজ ও সিনেমায় কাজের কথা চলছে।
দ্বিতীয়বারে সেন্সরে পাস হলো অনন্য মামুনের ‘অমানুষ’। বৃহস্পতিবার পুনরায় ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন সেন্সর বোর্ডের সদস্যরা। ১৬ নভেম্বর ছবিটি দেখে একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড।
পরিচালক অনন্য মামুন বলেন, ‘‘আজ সেন্সর সনদ হাতে পেলাম। তবে ছবিতে একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।’’
এটি অনন্য মামুনের ১৬ নম্বর ছবি। মামুন বলেন, ‘প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। একটা ছবি যখন সেন্সরে পাস হয়, তখন মুক্তির আর কোনো বাধা থাকে না। আর এটি প্রত্যেক পরিচালকের কাছেই আনন্দের।’
অনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।
চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ব্রাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর প্রধান হিসেবে কাজ করছেন মিথিলা। বর্তমানে প্রতিষ্ঠানটির কাজে সূদুর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অবস্থান করছেন। এই মাসের শেষে কলকাতায় ফেরার কথা রয়েছে। ফিরেই হাতে থাকা ছবির কাজে হাত দেবেন। কলকাতার ‘নীতিশাস্ত্র’ ছবির ডাবিং বাকি। বাংলাদেশে ‘জলে জ্বলে তারা’ ছবির ডাবিংও বাকি আছে এই অভিনেত্রীর। প্রসেনজিতের সঙ্গে ‘আয় খুকু আয়’ নামে একটা ছবিতে অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত। নতুন একটা ওয়েব সিরিজ ও সিনেমায় কাজের কথা চলছে।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
৪ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
৪ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
৪ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১৮ ঘণ্টা আগে