Ajker Patrika

মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম ছবি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দ্বিতীয়বারে সেন্সরে পাস হলো অনন্য মামুনের ‘অমানুষ’। বৃহস্পতিবার পুনরায় ছবিটি দেখে কোনো সংশোধনী ছাড়াই ছাড়পত্র দেন সেন্সর বোর্ডের সদস্যরা। ১৬ নভেম্বর ছবিটি দেখে একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘‘আজ সেন্সর সনদ হাতে পেলাম। তবে ছবিতে একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার।’’

এটি অনন্য মামুনের ১৬ নম্বর ছবি। মামুন বলেন, ‘প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। একটা ছবি যখন সেন্সরে পাস হয়, তখন মুক্তির আর কোনো বাধা থাকে না। আর এটি প্রত্যেক পরিচালকের কাছেই আনন্দের।’

মিথিলা ও নিরবঅনন্য মামুনের চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

চলতি বছর মার্চ মাসে ছবির শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। পরিচালক জানান, আগামী ডিসেম্বরের শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ব্রাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর প্রধান হিসেবে কাজ করছেন মিথিলা। বর্তমানে প্রতিষ্ঠানটির কাজে সূদুর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে অবস্থান করছেন। এই মাসের শেষে কলকাতায় ফেরার কথা রয়েছে। ফিরেই হাতে থাকা ছবির কাজে হাত দেবেন। কলকাতার ‘নীতিশাস্ত্র’ ছবির ডাবিং বাকি। বাংলাদেশে ‘জলে জ্বলে তারা’ ছবির ডাবিংও বাকি আছে এই অভিনেত্রীর। প্রসেনজিতের সঙ্গে ‘আয় খুকু আয়’ নামে একটা ছবিতে অভিনয়ের কথা প্রায় চূড়ান্ত। নতুন একটা ওয়েব সিরিজ ও সিনেমায় কাজের কথা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত