বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে। সেখানে ঈদে সিনেমা মুক্তির খবর জানিয়ে শেষে মোশাররফকে বলতে শোনা যায়, ‘সিনেমা রিলিজও হবে, প্রমোশনও হবে’। তবে সিনেমা মুক্তির আগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার শেষে টিউমার অপসারণ করা হয় তাঁর। তবু নিজের দেওয়া কথা থেকে সরে আসেননি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই সিনেমার প্রচারে হলে হলে ঘুরছেন মোশাররফ করিম।
ঈদের দিন থেকে বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২। মুক্তির দুই দিন আগে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে মোশাররফ করিম যখন প্রবেশ করেন, তাঁকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, আর দশ দিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন অভিনেতা। সে সময় তিনি জানান, তাঁর পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়েছে। এরপর একই পায়ে একটি ফোড়া হয়। ফোড়ার এমন অবস্থা হয় যে একসময় ফেটে যায়, যা ক্ষতের সৃষ্টি করে।
প্রিমিয়ারে উপস্থিত হয়েই নিজের দায়ভার শেষ করেননি মোশাররফ। গতকাল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চক্কর সিনেমার শো চলাকালীন হাজির হন অভিনেতা। কথা বলেন সিনেমা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে হল ভিজিট প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এখানে এসেই আমি সুস্থতা বোধ করছি। বিছানায় শুয়ে থাকতে কারও ভালো লাগার কথা নয়। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে শুয়ে থাকতে হচ্ছে, সামনেও কিছুদিন এভাবে থাকতে হবে। নিজের কিছুটা অসুবিধা হলেও সবার সঙ্গে দেখা হলো। একসঙ্গে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতাটাও জমা থাকল।’
প্রথম দিন থেকে দর্শকের নজরে এসেছে চক্কর ৩০২। সময়ের সঙ্গে বাড়ছে দর্শকসংখ্যা। গতকাল বেশির ভাগ শো ছিল হাউসফুল। চক্কর নিয়ে দর্শকের আগ্রহ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘প্রিমিয়ার শো দেখার পর ভীষণভাবে ফিল করছিলাম, দর্শক সিনেমাটি গ্রহণ করবে। ঘটনাটা তাই ঘটছে। এই যে দর্শক বলছে, টিকিট পাচ্ছে না। এটাই তো আমাদের অনুপ্রেরণা। আমি খুব কৃতজ্ঞ, এই সিনেমা দর্শক গ্রহণ করছে, তাদের ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে, উই উইল রান। আরেকটা ভালো লাগা হলো, সিনেপ্লেক্সে বিদেশি সিনেমাও চলছে, সেখানে দর্শক বাংলা সিনেমাই বেশি দেখছে। এই মনোভাবটাকে আমি স্যালুট জানাতে চাই।’
মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত হয়েছে চক্কর ৩০২। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। আরও আছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, তারিন জাহান, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
সিনেমার প্রচারে শিডিউল নেওয়ার জন্য অভিনেতা মোশাররফ করিমের পেছনে লোক লাগিয়েছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। একসময় বিরক্ত হয়ে জীবনকে চেয়ারে হাত-মুখ বেঁধে রাখেন মোশাররফ। এমনটাই দেখা যায় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রমোশনাল ভিডিওতে। সেখানে ঈদে সিনেমা মুক্তির খবর জানিয়ে শেষে মোশাররফকে বলতে শোনা যায়, ‘সিনেমা রিলিজও হবে, প্রমোশনও হবে’। তবে সিনেমা মুক্তির আগে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার শেষে টিউমার অপসারণ করা হয় তাঁর। তবু নিজের দেওয়া কথা থেকে সরে আসেননি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই সিনেমার প্রচারে হলে হলে ঘুরছেন মোশাররফ করিম।
ঈদের দিন থেকে বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সরকারি অনুদানে নির্মিত চক্কর ৩০২। মুক্তির দুই দিন আগে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতে মোশাররফ করিম যখন প্রবেশ করেন, তাঁকে দেখে অবাক হয়েছিলেন উপস্থিত সবাই। কারণ, আর দশ দিনের মতো স্বাভাবিক ছিলেন না তিনি। পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে করে অনুষ্ঠানে প্রবেশ করেন অভিনেতা। সে সময় তিনি জানান, তাঁর পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করে টিউমার সরানো হয়েছে। এরপর একই পায়ে একটি ফোড়া হয়। ফোড়ার এমন অবস্থা হয় যে একসময় ফেটে যায়, যা ক্ষতের সৃষ্টি করে।
প্রিমিয়ারে উপস্থিত হয়েই নিজের দায়ভার শেষ করেননি মোশাররফ। গতকাল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চক্কর সিনেমার শো চলাকালীন হাজির হন অভিনেতা। কথা বলেন সিনেমা নিয়ে। অসুস্থ শরীর নিয়ে হল ভিজিট প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এখানে এসেই আমি সুস্থতা বোধ করছি। বিছানায় শুয়ে থাকতে কারও ভালো লাগার কথা নয়। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরে শুয়ে থাকতে হচ্ছে, সামনেও কিছুদিন এভাবে থাকতে হবে। নিজের কিছুটা অসুবিধা হলেও সবার সঙ্গে দেখা হলো। একসঙ্গে বসে সিনেমাটি দেখার অভিজ্ঞতাটাও জমা থাকল।’
প্রথম দিন থেকে দর্শকের নজরে এসেছে চক্কর ৩০২। সময়ের সঙ্গে বাড়ছে দর্শকসংখ্যা। গতকাল বেশির ভাগ শো ছিল হাউসফুল। চক্কর নিয়ে দর্শকের আগ্রহ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘প্রিমিয়ার শো দেখার পর ভীষণভাবে ফিল করছিলাম, দর্শক সিনেমাটি গ্রহণ করবে। ঘটনাটা তাই ঘটছে। এই যে দর্শক বলছে, টিকিট পাচ্ছে না। এটাই তো আমাদের অনুপ্রেরণা। আমি খুব কৃতজ্ঞ, এই সিনেমা দর্শক গ্রহণ করছে, তাদের ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে, উই উইল রান। আরেকটা ভালো লাগা হলো, সিনেপ্লেক্সে বিদেশি সিনেমাও চলছে, সেখানে দর্শক বাংলা সিনেমাই বেশি দেখছে। এই মনোভাবটাকে আমি স্যালুট জানাতে চাই।’
মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত হয়েছে চক্কর ৩০২। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। আরও আছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, তারিন জাহান, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
ছোট পর্দায় প্রায় দুই দশক অভিনয়ের পর ২০২৩ সালের কোরবানির ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান শাকিব খানকে। শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার পর্দায় লড়াইটা ভালো জমে ওঠে। দুই নায়কের ভক্তরাও হয়ে পড়েন বিভক্ত...
৩ ঘণ্টা আগেআরতি বাগদির ‘আবীর গুলাল’ দিয়ে ৯ বছর পর বলিউড সিনেমায় অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সিনেমায় একজন শেফের চরিত্রে অভিনয় করেছেন ফাওয়াদ। এতে তাঁর বিপরীতে আছেন বাণী কাপুর। আগামী ৯ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
৩ ঘণ্টা আগেটানা চতুর্থবারের মতো রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের সিনেমা। একটি নয়, এবার মস্কোতে নির্বাচিত হয়েছে দুটি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে মোহাম্মদ নূরুজ্জামানের ‘মাস্তুল’ এবং স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে শামসুদ্দীন আহমদ শিবলুর ‘নয়া ঠিকানা’।
৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে