একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘গাঙচিল’। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন ‘গাঙচিল’-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। এ ছবি দিয়ে কয়েক বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস-পূর্ণিমা। টানা কাজ শেষ করে ওই বছরই সিনেমা হলে দেখা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু দুই বছর গড়িয়ে গেলেও কিছুতেই শেষ হচ্ছিল না ‘গাঙচিল’-এর কাজ। গতকাল দুপুরে ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এত দিন পর ছবির শুটিং শেষ করতে পেরেছি। গত শুক্রবার পুবাইলে শেষ দৃশ্যের কাজ করেছি আমরা।’
শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ। তবে পূর্ণিমা সেদিন ছিলেন না। কয়েক দিন আগেই তাঁর দৃশ্যগুলোর কাজ শেষ হয়। এ ছবিতে ফেরদৌস আছেন সাংবাদিক চরিত্রে। আর এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতা নিয়ে পড়েছি। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। সাংবাদিকতার কৌশল, তাঁদের চলাফেরা-আচরণ সবই আমার জানা। তাই এ চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সহজই হয়েছে।’
নির্মাতা নেয়ামুল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন সময় শিল্পীদের অসুস্থতার কারণেও কয়েকবার শুটিং পেছাতে হয়েছে। সব মিলিয়ে বেশ
সময় লাগল ছবিটি শেষ হতে। এবার ঠিকঠাকভাবে এডিটিং, ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই।’
এ বছর ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন নির্মাতা নেয়ামুল। তিনি আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে পর্দায় আনতে পারবেন।
একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘গাঙচিল’। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন ‘গাঙচিল’-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। এ ছবি দিয়ে কয়েক বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস-পূর্ণিমা। টানা কাজ শেষ করে ওই বছরই সিনেমা হলে দেখা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু দুই বছর গড়িয়ে গেলেও কিছুতেই শেষ হচ্ছিল না ‘গাঙচিল’-এর কাজ। গতকাল দুপুরে ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এত দিন পর ছবির শুটিং শেষ করতে পেরেছি। গত শুক্রবার পুবাইলে শেষ দৃশ্যের কাজ করেছি আমরা।’
শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ। তবে পূর্ণিমা সেদিন ছিলেন না। কয়েক দিন আগেই তাঁর দৃশ্যগুলোর কাজ শেষ হয়। এ ছবিতে ফেরদৌস আছেন সাংবাদিক চরিত্রে। আর এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতা নিয়ে পড়েছি। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। সাংবাদিকতার কৌশল, তাঁদের চলাফেরা-আচরণ সবই আমার জানা। তাই এ চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সহজই হয়েছে।’
নির্মাতা নেয়ামুল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন সময় শিল্পীদের অসুস্থতার কারণেও কয়েকবার শুটিং পেছাতে হয়েছে। সব মিলিয়ে বেশ
সময় লাগল ছবিটি শেষ হতে। এবার ঠিকঠাকভাবে এডিটিং, ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই।’
এ বছর ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন নির্মাতা নেয়ামুল। তিনি আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে পর্দায় আনতে পারবেন।
ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি আপাতত প্রশমিত হলেও সংকট কাটল না ‘ভুল চুক মাফ’-এর। নতুন করে বিপাকে পড়েছে রাজকুমার রাও-ওয়ামিকা গাব্বি অভিনীত সিনেমাটি। ভুল চুক মাফের মুক্তির কথা ছিল ৯ মে। মাসখানেকের বেশি সময় ধরে চলে প্রচার। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’ ঘোষণার পর পিছু
১ মিনিট আগেশনিবারের সকালটি যেন বিষাদে ভরা এক সংগীত—শব্দহীন অথচ গভীর প্রার্থনায় মগ্ন। চলে গেলেন মুস্তাফা জামান আব্বাসী। তিনি কেবল শুধু একজন সংগীতশিল্পী বা গবেষক নন, ছিলেন আমাদের সাংস্কৃতিক সত্তার এক সৌম্য প্রতিনিধি, এক অনন্য মানুষ। নব্বইয়ের দশকের মাঝামাঝি, পুরানা পল্টনের সরু গলির ভেতরে সাপ্তাহিক...
১ দিন আগেআজ আন্তর্জাতিক মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাঁদের মা বলে ডাকেন। তাঁরাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দুজনেই দেশে একা থাকেন, আর তাঁদের সন্তানেরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে...
১ দিন আগে২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক নাজিফা তুষির। প্রথম সিনেমায় অতটা সাফল্য পাননি। তাই দীর্ঘদিন ছিলেন বড় পর্দা থেকে দূরে। ৬ বছর বিরতির পর ২০২২ সালে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ দিয়ে চমকে দেন তুষি। এরপর আবার অন্তরালে। হাওয়ার সাফল্যের দুই বছর পর গত অক্টোবরে জানা যায়, সুমনের আরও একটি সিনেমায়...
১ দিন আগে