Ajker Patrika

কোথাও নেই পরী, পেয়েছেন এত ভোট!

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৩৯
কোথাও নেই পরী, পেয়েছেন এত ভোট!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ‘কার্যকরী পরিষদ সদস্য’ পদে হেরেছেন পরীমণি। তিনি পেয়েছেন ৭৯ ভোট। এই প্রার্থী ভোট দিতেও যাননি। প্যানেলে নাম থাকলেও তিনি কোনো রকম প্রচারণায় অংশ নেননি। শিল্পী সমিতির নির্বাচনে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হন।

১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২৪ জন। ভোটপ্রাপ্তির দিক দিয়ে পরীমণি ২২তম অবস্থানে রয়েছেন। তাঁর সমান ৭৯টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খানও। পরীমণি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবোলা। তিনি পেয়েছেন ৪৭ ভোট।

ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সর্বোচ্চ ভোট পেয়ে কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন নায়ক ফেরদৌস। তিনি পেয়েছেন ২৪০ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এ ছাড়া সমান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন নায়িকা অঞ্জনা ও মৌসুমী।

নির্বাচিত অন্য সাত সদস্য হলেন—অরুনা বিশ্বাস (১৯২ ভোট), আলীরাজ (২০৩ ভোট), কেয়া (২১২ ভোট), চুন্নু (২২০ ভোট), জেসমিন (২০৮ ভোট), রোজিনা (১৮৫ ভোট), সুচরিতা (২০৮ ভোট)। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত