Ajker Patrika

বাংলাদেশে আসছে ‘অ্যানিমেল’, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তি পাবে একই দিনে

বাংলাদেশে আসছে ‘অ্যানিমেল’, সেন্সর ছাড়পত্র পেলে মুক্তি পাবে একই দিনে

শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পর এ বছর বাংলাদেশে আসছে বলিউডের আরও এক সিনেমা। আমদানিপ্রক্রিয়ায় বাংলাদেশের হলে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাতে কিবরিয়া লিপু বলেন, ‘মন্ত্রণালয় আজ অ্যানিমেল বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। এখন সেন্সর ছাড়পত্রের প্রক্রিয়া চলছে। আশা করছি বুধ ও বৃহস্পতিবার দুই দিনের মধ্যে সেন্সর করাতে পারব। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।’

নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা অ্যানিমেল। এর আগে তিনি তেলুগু ভাষায় ‘অর্জুন রেড্ডি’ ও হিন্দি ভাষায় ‘কবির সিং’ বানিয়েছেন। দুটি সিনেমাই তুমুল সাফল্য পেয়েছে। তাই অ্যানিমেল নিয়েও বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এ প্রত্যাশা বহুগুণে বেড়েছে ট্রেলার প্রকাশের পর। ট্রেলারে হিংস্র লুক আর অ্যাকশনে চমকে দিয়েছেন রণবীর। সেই সঙ্গে অনিল কাপুর, ববি দেওল ও রাশমিকা মান্দানাকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’-এর পর আরও একটি ব্লকবাস্টার দিতে চলেছেন রণবীর।

অ্যানিমেল সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাঁদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে অ্যানিমেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত