সিনেমাটোগ্রাফার হিসেবেই সাহিল রনির পরিচিতি বেশি। এই সময়ের বাংলা চলচ্চিত্রে যে কজন সিনেমাটোগ্রাফার নতুনভাবে উঠে আসছেন, ভিন্নধারার চিত্রায়ন দিয়ে আলোড়ন তুলছেন; সাহিল রনি তাঁদের মধ্যে অন্যতম।
এই দৃশ্যশিকারি শুধু সিনেমাটোগ্রাফার নন, নির্মাতাও বটে। তাঁর নির্মিত চলচ্চিত্র ‘দ্য সৌল’ (বাংলা নাম— ‘মানুষ’) পৌঁছে গেছে ফ্রান্সের ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। উৎসবের বেস্ট সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি।
সাহিল রনির সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন আরও দুইজন—সুইজারল্যান্ডের ইভান ফ্রেডম্যান (গার্ডিয়ানস অব প্যারাডাইস) ও যুক্তরাষ্ট্রের কোডি নিউটন (হেয়ার ইজ হোয়্যার দ্য মনস্টারস লিভ)।
সাহিল রনি জানিয়েছেন, সমাজের নানা ধরনের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকার যে গুরুত্ব, সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। এটি মূলত সম্প্রীতির গল্প। ‘মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিশাত প্রিয়ম, সেলিম আহমেদ, অশোক ব্যাপারি প্রমুখ।
‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনয়ন পাওয়ার আগে ছবিটি আরও কিছু উৎসবে অংশ নিয়েছে। কোনোটিতে পেয়েছে মনোনয়ন, কোনোটিতে জিতেছে পুরস্কার।
সিলভার স্ক্রিন শর্টফিল্ম অ্যাওয়ার্ড ২০২১, আইএফএফএস এশিয়া-প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্টফিল্ম অ্যাওয়ার্ড, স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের মতো সম্মানজনক উৎসবগুলোতে লড়েছে সাহিল রনির ‘মানুষ’।
শামীমা শিকান্দারের গল্প অবলম্বনে নির্মিত ‘মানুষ’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম শাহরীয়ার। প্রযোজনা করেছেন ইশতিয়াক মাহমুদ।
সিনেমাটোগ্রাফার হিসেবেই সাহিল রনির পরিচিতি বেশি। এই সময়ের বাংলা চলচ্চিত্রে যে কজন সিনেমাটোগ্রাফার নতুনভাবে উঠে আসছেন, ভিন্নধারার চিত্রায়ন দিয়ে আলোড়ন তুলছেন; সাহিল রনি তাঁদের মধ্যে অন্যতম।
এই দৃশ্যশিকারি শুধু সিনেমাটোগ্রাফার নন, নির্মাতাও বটে। তাঁর নির্মিত চলচ্চিত্র ‘দ্য সৌল’ (বাংলা নাম— ‘মানুষ’) পৌঁছে গেছে ফ্রান্সের ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। উৎসবের বেস্ট সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি।
সাহিল রনির সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন আরও দুইজন—সুইজারল্যান্ডের ইভান ফ্রেডম্যান (গার্ডিয়ানস অব প্যারাডাইস) ও যুক্তরাষ্ট্রের কোডি নিউটন (হেয়ার ইজ হোয়্যার দ্য মনস্টারস লিভ)।
সাহিল রনি জানিয়েছেন, সমাজের নানা ধরনের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকার যে গুরুত্ব, সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। এটি মূলত সম্প্রীতির গল্প। ‘মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিশাত প্রিয়ম, সেলিম আহমেদ, অশোক ব্যাপারি প্রমুখ।
‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনয়ন পাওয়ার আগে ছবিটি আরও কিছু উৎসবে অংশ নিয়েছে। কোনোটিতে পেয়েছে মনোনয়ন, কোনোটিতে জিতেছে পুরস্কার।
সিলভার স্ক্রিন শর্টফিল্ম অ্যাওয়ার্ড ২০২১, আইএফএফএস এশিয়া-প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্টফিল্ম অ্যাওয়ার্ড, স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের মতো সম্মানজনক উৎসবগুলোতে লড়েছে সাহিল রনির ‘মানুষ’।
শামীমা শিকান্দারের গল্প অবলম্বনে নির্মিত ‘মানুষ’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম শাহরীয়ার। প্রযোজনা করেছেন ইশতিয়াক মাহমুদ।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৩ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৩ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৩ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৪ ঘণ্টা আগে