Ajker Patrika

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেল সাহিল রনির ‘মানুষ’

কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পেল সাহিল রনির ‘মানুষ’

সিনেমাটোগ্রাফার হিসেবেই সাহিল রনির পরিচিতি বেশি। এই সময়ের বাংলা চলচ্চিত্রে যে কজন সিনেমাটোগ্রাফার নতুনভাবে উঠে আসছেন, ভিন্নধারার চিত্রায়ন দিয়ে আলোড়ন তুলছেন; সাহিল রনি তাঁদের মধ্যে অন্যতম।

এই দৃশ্যশিকারি শুধু সিনেমাটোগ্রাফার নন, নির্মাতাও বটে। তাঁর নির্মিত চলচ্চিত্র ‘দ্য সৌল’ (বাংলা নাম— ‘মানুষ’) পৌঁছে গেছে ফ্রান্সের ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। উৎসবের বেস্ট সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি।

‘মানুষ’ চলচ্চিত্রের কলাকুশলীরাসাহিল রনির সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছেন আরও দুইজন—সুইজারল্যান্ডের ইভান ফ্রেডম্যান (গার্ডিয়ানস অব প্যারাডাইস) ও যুক্তরাষ্ট্রের কোডি নিউটন (হেয়ার ইজ হোয়্যার দ্য মনস্টারস লিভ)।

সাহিল রনি জানিয়েছেন, সমাজের নানা ধরনের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকার যে গুরুত্ব, সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। এটি মূলত সম্প্রীতির গল্প। ‘মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিশাত প্রিয়ম, সেলিম আহমেদ, অশোক ব্যাপারি প্রমুখ।

‘মানুষ’ চলচ্চিত্রের দৃশ্য‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনয়ন পাওয়ার আগে ছবিটি আরও কিছু উৎসবে অংশ নিয়েছে। কোনোটিতে পেয়েছে মনোনয়ন, কোনোটিতে জিতেছে পুরস্কার।

সিলভার স্ক্রিন শর্টফিল্ম অ্যাওয়ার্ড ২০২১, আইএফএফএস এশিয়া-প্যাসিফিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১, গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল শর্টফিল্ম অ্যাওয়ার্ড, স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের মতো সম্মানজনক উৎসবগুলোতে লড়েছে সাহিল রনির ‘মানুষ’।

শামীমা শিকান্দারের গল্প অবলম্বনে নির্মিত ‘মানুষ’ ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম শাহরীয়ার। প্রযোজনা করেছেন ইশতিয়াক মাহমুদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত