বিনোদন প্রতিবেদক
শারীরিক সৌন্দর্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করে বিউটেইন রিভাইভ। ঢাকাসহ চট্টগ্রাম এ মোট ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি নিজেদের কার্যক্রম চালায়। এবার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী মৌসুমী। চুক্তিবদ্ধ হলেন তাদের সহযোগিতায় নিজেকে নতুন লুকে উপস্থাপন করার। বিউটেইন রিভাইভের চেষ্টায় শিগগিরই নতুন রূপে দর্শকদের সামনে হাজির হওয়ার আশা করছেন মৌসুমী। তাঁর লুকে, বডি শেপে থাকবে পরিবর্তন।
মূলত, ওয়াফার চ্যালেঞ্জ শিরোনামে একটি ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন মৌসুমী। যেখানে তিনি ৬ মাস ধরে চিকিৎসা সেবা নেবেন এই ক্লিনিকে। এই ছয় মাসে তাঁকে ত্বকের বিভিন্ন পরিচর্যা, দেহের অতিরিক্ত মেদ কমানোসহ নানা বিষয়ে সেবা দেওয়া হবে। সবশেষে এক নতুন রূপে নায়িকা মৌসুমীকে সবার সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে বিউটেইন রিভাইভ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এই মুহূর্তে এই ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আমার। তারপরও বিষয়টি প্রথমে সহজভাবে নিতে পারিনি। কারণ আমি আগে পড়াশোনা করে, জেনেশুনে তারপর সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আগেও এমন প্রস্তাব পেয়েছিলাম। না করে দিয়েছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি বেশ যত্ন নিয়ে কাজ করে। আশা করি, তারা আমাকে নতুন রূপে হাজির করতে পারবে।’
বিউটেইন রিভাইভের কর্ণধার রোমানা ওয়াফা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি জানি যত্নে ও নিয়মে নিজেকে বেঁধে নিতে পারলে জীবন সুন্দর হয়। মৌসুমী আপুর বিষয়ে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তবে এ ক্ষেত্রে আপুকে নিয়মিত হতেই হবে, নিয়ম মেনে চলতে হবে। আমরা নিশ্চয়ই সফল হব।’
শারীরিক সৌন্দর্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করে বিউটেইন রিভাইভ। ঢাকাসহ চট্টগ্রাম এ মোট ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি নিজেদের কার্যক্রম চালায়। এবার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী মৌসুমী। চুক্তিবদ্ধ হলেন তাদের সহযোগিতায় নিজেকে নতুন লুকে উপস্থাপন করার। বিউটেইন রিভাইভের চেষ্টায় শিগগিরই নতুন রূপে দর্শকদের সামনে হাজির হওয়ার আশা করছেন মৌসুমী। তাঁর লুকে, বডি শেপে থাকবে পরিবর্তন।
মূলত, ওয়াফার চ্যালেঞ্জ শিরোনামে একটি ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন মৌসুমী। যেখানে তিনি ৬ মাস ধরে চিকিৎসা সেবা নেবেন এই ক্লিনিকে। এই ছয় মাসে তাঁকে ত্বকের বিভিন্ন পরিচর্যা, দেহের অতিরিক্ত মেদ কমানোসহ নানা বিষয়ে সেবা দেওয়া হবে। সবশেষে এক নতুন রূপে নায়িকা মৌসুমীকে সবার সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে বিউটেইন রিভাইভ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এই মুহূর্তে এই ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আমার। তারপরও বিষয়টি প্রথমে সহজভাবে নিতে পারিনি। কারণ আমি আগে পড়াশোনা করে, জেনেশুনে তারপর সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আগেও এমন প্রস্তাব পেয়েছিলাম। না করে দিয়েছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি বেশ যত্ন নিয়ে কাজ করে। আশা করি, তারা আমাকে নতুন রূপে হাজির করতে পারবে।’
বিউটেইন রিভাইভের কর্ণধার রোমানা ওয়াফা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি জানি যত্নে ও নিয়মে নিজেকে বেঁধে নিতে পারলে জীবন সুন্দর হয়। মৌসুমী আপুর বিষয়ে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তবে এ ক্ষেত্রে আপুকে নিয়মিত হতেই হবে, নিয়ম মেনে চলতে হবে। আমরা নিশ্চয়ই সফল হব।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে