শুক্রবার ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী। এ ঘটনার জন্য অনুতপ্ত তো ননই, বরং উচিত কাজ করছেন বলেই মত সানীর। তিনি বলেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (মৌসুমী) ডিস্টার্ব করছে। একজন হাজবেন্ড হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটার প্রতিবাদ করা উচিত। ফ্যামিলি মেম্বর হিসেবে, গার্জিয়ান হিসেবে সেটাই করেছি। আমি যে কাজটি করেছি, ঠিকই করেছি।’
থাপ্পড় খাওয়ার পর জায়েদ খান পিস্তল বের করে ওমর সানীকে মারার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুরো ঘটনা কথা অস্বীকার করেছেন জায়েদ খান।
জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী অভিযোগ করেন, জায়েদ শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। ওমর সানী বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলেন না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম।’
শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত নয়, পিস্তল বের করে হুমকি দেওয়ার ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিতে গিয়েছেন ওমর সানী। থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী। এ ঘটনার জন্য অনুতপ্ত তো ননই, বরং উচিত কাজ করছেন বলেই মত সানীর। তিনি বলেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (মৌসুমী) ডিস্টার্ব করছে। একজন হাজবেন্ড হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটার প্রতিবাদ করা উচিত। ফ্যামিলি মেম্বর হিসেবে, গার্জিয়ান হিসেবে সেটাই করেছি। আমি যে কাজটি করেছি, ঠিকই করেছি।’
থাপ্পড় খাওয়ার পর জায়েদ খান পিস্তল বের করে ওমর সানীকে মারার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুরো ঘটনা কথা অস্বীকার করেছেন জায়েদ খান।
জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী অভিযোগ করেন, জায়েদ শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। ওমর সানী বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলেন না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম।’
শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত নয়, পিস্তল বের করে হুমকি দেওয়ার ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিতে গিয়েছেন ওমর সানী। থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তিনি।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে