বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
বছরের শুরুর দিকে চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানের আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর একটি ছবি প্রকাশ করে। যেখানে দেখা যায় তিনি সাদা শাড়ি পরে কারাগারে বসে আছেন। এমন ছবি প্রকাশের পর বেশ আলোচনা শুরু হয় দর্শক মহলে। এরপর মেহজাবীন তার ফেসবুক পেজে এই ফিল্মটি নিয়ে নানা রকম বার্তা দেন। তৈরী হয় রহস্য।
এরই মধ্যে আপনারা জেনে গেছেন ভালোবাসার এই মাসে ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত সাজগোজ নিবেদিত চরকি অরিজিনাল ফিল্ম ‘রেডরাম’ । সেই সিনেমার মধ্য দিয়ে চরকির পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে।
এরই মধ্যে ৯ ফেব্রুয়ারি রেডরামের পোস্টার ও ১০ তারিখ ট্রেলার চরকির ফেসবুক অফিসিয়াল পেজে মুক্তি পায়। এই দুটিই এখন বেশ আলোচনায়।
রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে মেহজাবীন চরকিতে তার যাত্রা শুরু করলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘রেডরামে কাজের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি খুব ভালো। ভিকি ভাইয়ার গল্প বরাবরই আমার ভালো লাগে। রেডরামের গল্পটা পড়ার পর মনে হয়েছে এই গল্প আমার ডেবিউ ফিল্ম হতে পারে। আমাদের রেডরামের পুরা টিম চমৎকার ছিল।’
রেডরাম ফিল্মে নিজের চরিত্র নিয়ে আফরান নিশো বলেন, ‘এখানে আমি একজন ডিবি অফিসারের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরা টিম বেশ পড়াশোনাও করেছে। আপনারা দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের।’
পরিচালক ভিকি জাহেদ তার সিনেমা নিয়ে বলেন, ‘রেডরাম আমার প্রথম ওয়েবফিল্ম। স্বাভাবিকভাবেই এই কাজটা নিয়ে আমি খুব এক্সসাইটেড। রেডরাম সিনেমাটা আমি ও আমার পুরো টিম খুব যত্ন করে বানিয়েছি।
তিনি যোগ করেন, ‘যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন তারা আসলে জানেন আমি থ্রিলার জনরাটা খুব পছন্দ করি। চরকির জন্য আমার প্রথম সিনেমাটাও আমি এই জনরারই বানানো চেষ্টা করেছি। সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক এই সিনেমাটা দেখে এমনই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বছরের প্রথমেই চরকি অরিজিনাল সিরিজ ও সিনেমা দেখে দর্শক যেভাবে সাড়া দিয়েছে তা আমাদের জন্য আশাব্যঞ্জক। ফেব্রুয়ারি মাসেও এর ব্যতিক্রম হবে না। আশা করছি, রেডরাম দর্শকরা পছন্দ করবে।’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৮ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৮ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৮ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে