নাজমুল হক নাঈম, ঢাকা
বাংলাদেশের মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তাঁর জনপ্রিয়তা এখন পশ্চিমবঙ্গেও। ওয়েবসিরিজ কারাগারের পর এ বছরের আলোচিত বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তির পর থেকেই কলকাতাসহ সারা ভারতেই তাঁর অভিনয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। গতকাল থেকে শুরু হওয়া ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি।
গতকাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হন অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চে তখন অমিতাভ–শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, কুমার শানু, রানি মুখার্জি, অরিজিৎ সিংয়ের মতো কিংবদন্তিরা। মঞ্চের একেবারে সামনের সারিতে তাঁদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কলকাতার তারকা অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের এক ফাঁকে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
দুদিন আগেও কলকাতায় আয়োজিত ‘হাওয়া’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল চৌধুরী। কারণ, তাঁর বাবার গুরুতর অসুস্থ। সেদিনই বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেন চঞ্চল চৌধুরী। বাবার জন্য প্রার্থনা করে চঞ্চল লেখেন, ‘চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারেন না। আমিও ভালো নেই!’
চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালের বিছানায় অচেতন হয়ে আছেন। পরিবারের এমন বিপদেও দেশকে প্রতিনিধিত্ব করতে পরিবার ছেড়ে তিনি কলকাতায়। কিন্তু শিল্পীর দায়বদ্ধতা বলে কথা! চঞ্চল চৌধুরী যেন তাঁরই প্রমাণ দিলেন। বাবার এমন অবস্থার মধ্যেও তাঁর পাশে না থাকার গভীর কষ্ট চাপা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্ব করতে তাকে কলকাতায় যেতে হলো।
তাঁর অভিনীতি বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ আজ থেকে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, ‘হাওয়া’ দেখে পয়সা উশুল হয়েছে বলে প্রেক্ষাগৃহ ফেরত দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে সারা ভারতে মুক্তি পাবে সিনেমাটি। কয়েক দিন আগেই ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, কলকাতায় প্রদর্শিত হয় হাওয়া। সে সময় দর্শকদের লাইন নন্দন ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল।
৯৫তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার ও সোহেল মণ্ডল।
বাংলাদেশের মঞ্চ, টিভি নাটক, সিনেমা ও ওয়েবের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তাঁর জনপ্রিয়তা এখন পশ্চিমবঙ্গেও। ওয়েবসিরিজ কারাগারের পর এ বছরের আলোচিত বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’ মুক্তির পর থেকেই কলকাতাসহ সারা ভারতেই তাঁর অভিনয়ের সুনাম ছড়িয়ে পড়েছে। গতকাল থেকে শুরু হওয়া ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি।
গতকাল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হন অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চে তখন অমিতাভ–শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন জয়া বচ্চন, কুমার শানু, রানি মুখার্জি, অরিজিৎ সিংয়ের মতো কিংবদন্তিরা। মঞ্চের একেবারে সামনের সারিতে তাঁদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কলকাতার তারকা অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের এক ফাঁকে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
দুদিন আগেও কলকাতায় আয়োজিত ‘হাওয়া’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল চৌধুরী। কারণ, তাঁর বাবার গুরুতর অসুস্থ। সেদিনই বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দেন চঞ্চল চৌধুরী। বাবার জন্য প্রার্থনা করে চঞ্চল লেখেন, ‘চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারেন না। আমিও ভালো নেই!’
চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালের বিছানায় অচেতন হয়ে আছেন। পরিবারের এমন বিপদেও দেশকে প্রতিনিধিত্ব করতে পরিবার ছেড়ে তিনি কলকাতায়। কিন্তু শিল্পীর দায়বদ্ধতা বলে কথা! চঞ্চল চৌধুরী যেন তাঁরই প্রমাণ দিলেন। বাবার এমন অবস্থার মধ্যেও তাঁর পাশে না থাকার গভীর কষ্ট চাপা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্ব করতে তাকে কলকাতায় যেতে হলো।
তাঁর অভিনীতি বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ আজ থেকে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো বলছে, ‘হাওয়া’ দেখে পয়সা উশুল হয়েছে বলে প্রেক্ষাগৃহ ফেরত দর্শকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে সারা ভারতে মুক্তি পাবে সিনেমাটি। কয়েক দিন আগেই ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, কলকাতায় প্রদর্শিত হয় হাওয়া। সে সময় দর্শকদের লাইন নন্দন ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল।
৯৫তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। ‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার ও সোহেল মণ্ডল।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে