বিনোদন প্রতিবেদক
ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।
ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে