Ajker Patrika

সন্তানের প্রতি মায়ের চিঠি ‘জোছনার ফুল’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫: ৪৯
সন্তানের প্রতি মায়ের চিঠি ‘জোছনার ফুল’

‘আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।’ কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করে লিখেছেন। যে গানের নাম ‘জোছনার ফুল’।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সিনেমাটির জন্যই গানটি তৈরি হয়েছে, যাতে অভিনয় করেছেন তাঁদের মেয়ে ইলহাম নুসরাত ফারুকী।

‘জোছনার ফুল’ গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন। ২ মিনিট ২৬ সেকেন্ডের গানের ভিডিওটি ক্যামেরায় ধারণ করেছেন পরিচালক ফারুকী নিজেই ও ইবনে নূর রাকিব।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই প্রথম কোনো অফিশিয়াল মিউজিক ভিডিতে দেখা গেছে এই গানের মাধ্যমে। চরকির অফিশিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।

মা-বাবার সঙ্গে ইলহাম।গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেওয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যার জন্যই তার মায়ের চিঠি।’

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত