Ajker Patrika

১২০০ ছিন্নমূল মানুষের সঙ্গে আফরান নিশোর ইফতার

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২: ২৪
১২০০ ছিন্নমূল মানুষের সঙ্গে আফরান নিশোর ইফতার

প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ শিরোনামের একটি চলচ্চিত্রের দৃশ্যধারণে বর্তমানে এই অভিনেতা আছেন চট্টগ্রামে। আর সেখানেই ছিন্নমূল ও দুস্থ মানুষের জন্য আয়োজিত দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। 

দাতব্য প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন ও একটি বহুজাতিক কোম্পানির সমন্বিত উদ্যোগে চট্টগ্রামে অসহায় ও ছিন্নমূল মানুষকে ইফতার করানোর আয়োজন করা হয়। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের শুটিংসেট থেকে আজ শনিবার বিকেলে সে আয়োজনে একজন স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত হন নিশো। সেখানে তিনি নিজ স্বেচ্ছাসেবক হয়ে নিজে ইফতার বিতরণ করেন। 

ইফতারের আগে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি লাইভে নিশোর উপস্থিতিকে স্বাগত জানায় বিদ্যানন্দ কর্তৃপক্ষ। প্রায় ১ হাজার ২০০ দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে ইফতারের আয়োজনটি নিয়ে নিশো লাইভে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুব সাধারণ মানুষ। নিজেকে কখনোই অসাধারণ মানুষ মনে করি না। কিন্তু এখানে এসে নতুন করে আবার সাধারণ লাগছে।’ 

ছিন্নমূল মানুষের সঙ্গে নিশোর ইফতার। ছবি: সংগৃহীত

নিশো বলেন, শ্রেণিবৈষম্য আমি পছন্দ করি না। বিদ্যানন্দের এমন উদ্যোগ খুব দারুণ। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে অংশ নিতে নোটিশ দিতে হয় না। সাধারণ মানুষের টাকাতে সাধারণ মানুষের খাবার হয়ে যাচ্ছে। এখানে এসে সত্যিই দারুণ লাগছে। এখানে এসে দিন শেষে নিজেকে অনেক সাধারণ মনে হচ্ছে। এর মধ্যে প্রশান্তি আছে, আনন্দ আছে, বাড়তি পাওয়া আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত