বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।
থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।
ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’
মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’
ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।
ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার দেখা যাবে ইমনের বিপরীতে ‘আগামীকাল’ ছবিতে। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি জুনে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি প্রযোজনা করেছেন টুটুল চৌধুরী। ইমন, মমসহ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী।
থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ২০২০ সালে শেষ হয় পুরো ছবির কাজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এত দিন মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। পরিস্থিতি অনুকূলে বলেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
ছবিতে চারটি গান রয়েছে। সুজন আরিফ ও প্রয়াত পৃথ্বীরাজের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও সুজন আরিফ।
ইমন বলেন, ‘মম খুব ভালো অভিনেত্রী। সহশিল্পী হিসেবে তিনি থাকলে কাজটা ভালো হয়। এই ছবিটি একটি থ্রিলার ছবি। আমাদের দেশে থ্রিলার ছবি খুব কম হয়। তাই রহস্যময় গল্পের এই ছবিটি দর্শক লুফে নেবে বলেই আমার বিশ্বাস।’
মম বলেন, ‘দর্শক ছবিটি দেখতে বসলে পুরোটা না দেখে উঠতে পারবেন না। এই ছবি একেবারেই থ্রিলারধর্মী। এ ধরনের ছবিতে আগে কাজ করিনি। তাই কাজটি চ্যালেঞ্জ নিয়ে করেছি।’
ইমন ও মম ২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ওই ছবিতে পরস্পরের বিপরীতে ছিলেন না। চলচ্চিত্রে এই প্রথম তাঁরা জুটি বেঁধেছেন।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৪ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৪ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৪ ঘণ্টা আগে