কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১২ ঘণ্টা আগে