বিনোদন ডেস্ক
কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
কলকাতা ও পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, মুম্বাইয়েও ধুমধাম করে হচ্ছে দুর্গাপূজা। মুম্বাইয়ের পূজার মধ্যে অন্যতম মুখার্জি বাড়ির পূজা। মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদস্যদের প্রতিবছর এক ছাদের নিচে আনে দুর্গোৎসব। যেখানে প্রথম দিন থেকে পূজায় শামিল হন বলিউডের অনেক তারকা।
মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই বোন রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। সারা বছর কোথাও দেখা হোক বা না হোক, জুহুতে পূজায় এক ছাদের নিচে দুই বোনের দেখা হবেই। পূজায় সবাইকে একসঙ্গে পান কাজলের মা, একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজা।
আজ শনিবার সপ্তমীর দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটিয়েছেন রানি মুখার্জি। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেছেন, প্রচুর সেলফিও তুলেছেন। আর গতকাল ষষ্ঠীর সন্ধ্যায় মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন কাজলও। প্রতিমার সামনে বসে পূজার কাজেও হাত লাগান তিনি।
মুখার্জি বাড়ির পূজায় প্রতিবারের মতো এবারও বসেছে চাঁদের হাট। কাজল–রানি ছাড়াও বলিউডের অনেক অভিনেতা–অভিনেত্রীরাও এসেছেন। সপ্তমীতে মুখার্জি বাড়িতে তারার মেলা। ইমতিয়াজ আলি, তানিশা, কপিল শর্মা শোয়ের সুমনসহ আরও অনেকের দেখা মিলল মুখার্জি বাড়ির পূজায়।
মুখার্জি বাড়ির পূজা দেখতে এসে যেমন কাজল, রানি মুখার্জিকে দেখতে পাওয়া, তেমনই মুখার্জি বাড়ির পূজার আরেকটি বিশেষত্ব হলো, এখানেই পাওয়া যায় টুকরো বাংলা। বিভিন্ন ধরনের দোকান যেমন বসে, তেমনই খাওয়া–দাওয়ার বিশেষ আয়োজনও করা হয়। এ ছাড়া পূজার ‘ভোগ’ তো রয়েছেই। ফলে মুম্বাইয়ে প্রবাসী বাঙালিদের কাছে মুখার্জি বাড়ির পূজা অন্য এক আকর্ষণ।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১১ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৬ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৬ ঘণ্টা আগে