টালিউডের চেয়ে বলিউডেই বেশি মনোযোগী দেখা যাচ্ছে কলকাতার নির্মাতা ও অভিনেতাদের। অভিনেতা প্রসেনজিৎ ব্যস্ত সময় পার করছেন ‘সেক্রেড গেমস’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ নিয়ে। ‘স্টারডাস্ট’ নামের এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে ব্যস্ত মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’র নির্মাণে, বহুদিন ধরেই মুম্বাইতে রয়েছেন তিনি। কলকাতায় নেই ঋতুপর্ণা সেনগুপ্ত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বীণা বক্সির পরিচালনায় ‘ইতর’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে মুম্বাইতে রয়েছেন ঋতুপর্ণা।
‘চরিত্রহীন’, ‘ড্রাকুলা স্যার’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যও রয়েছেন মুম্বাইয়ে। আমাজন প্রাইমের জন্য ‘দ্য গার্ল’-এর শুটিং করছেন তিনি। দেবালয়ের পরিচালনায় এই সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, তানিয়া মানিকতলা ছাড়াও রয়েছেন জারিনা ওয়াহাব, বিনয় পাঠক, সৌরভ দাস, সমীর সোনি। সিরিজটির বেশির ভাগ অভিনয়শিল্পীই কলকাতার।
পরমব্রত-যীশু সেনগুপ্ত আগেও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। প্রতিবছরই কমবেশি বলিউডে দেখা যায় তাঁদের। শিগগিরই সনি লিভের হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ’-এর শুটিংয়ে কাশ্মীর যাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়ও।
শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে কিছুদিন আগেই বুদাপেস্ট থেকে ফিরেছেন তিনি। সেখানে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করেছেন। শাশ্বতর হাতে রয়েছে একাধিক হিন্দি ছবি ও সিরিজ।
মুম্বাইতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সেখানে একের পর এক হিন্দি ছবি আর ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নেটফ্লিক্স অরিজিনালসের জন্য অনভিতা দত্তের পরিচালনায় ‘কালা’ সিরিজের শুটিং সেরেছেন স্বস্তিকা। হিন্দি ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে তাঁকে।
বলিউডের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিংয়ে এই মুহূর্তে ইউরোপে আছেন কলকাতার ব্যস্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে রানি মুখার্জির বিপরীতে দেখা যাবে তাঁকে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বলিউড সে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। তাই অভিনয়শিল্পীদের কাছে সেই ইন্ডাস্ট্রি সবচেয়ে পূজণীয়। তাই তো ছোট-বড় অফারের বাতাস গায়ে লাগাতেই নিত্যদিন ছুটছেন সেখানে।
টালিউডের চেয়ে বলিউডেই বেশি মনোযোগী দেখা যাচ্ছে কলকাতার নির্মাতা ও অভিনেতাদের। অভিনেতা প্রসেনজিৎ ব্যস্ত সময় পার করছেন ‘সেক্রেড গেমস’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ নিয়ে। ‘স্টারডাস্ট’ নামের এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে ব্যস্ত মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’র নির্মাণে, বহুদিন ধরেই মুম্বাইতে রয়েছেন তিনি। কলকাতায় নেই ঋতুপর্ণা সেনগুপ্ত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বীণা বক্সির পরিচালনায় ‘ইতর’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে মুম্বাইতে রয়েছেন ঋতুপর্ণা।
‘চরিত্রহীন’, ‘ড্রাকুলা স্যার’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যও রয়েছেন মুম্বাইয়ে। আমাজন প্রাইমের জন্য ‘দ্য গার্ল’-এর শুটিং করছেন তিনি। দেবালয়ের পরিচালনায় এই সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, তানিয়া মানিকতলা ছাড়াও রয়েছেন জারিনা ওয়াহাব, বিনয় পাঠক, সৌরভ দাস, সমীর সোনি। সিরিজটির বেশির ভাগ অভিনয়শিল্পীই কলকাতার।
পরমব্রত-যীশু সেনগুপ্ত আগেও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। প্রতিবছরই কমবেশি বলিউডে দেখা যায় তাঁদের। শিগগিরই সনি লিভের হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ’-এর শুটিংয়ে কাশ্মীর যাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়ও।
শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে কিছুদিন আগেই বুদাপেস্ট থেকে ফিরেছেন তিনি। সেখানে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করেছেন। শাশ্বতর হাতে রয়েছে একাধিক হিন্দি ছবি ও সিরিজ।
মুম্বাইতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সেখানে একের পর এক হিন্দি ছবি আর ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নেটফ্লিক্স অরিজিনালসের জন্য অনভিতা দত্তের পরিচালনায় ‘কালা’ সিরিজের শুটিং সেরেছেন স্বস্তিকা। হিন্দি ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে তাঁকে।
বলিউডের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিংয়ে এই মুহূর্তে ইউরোপে আছেন কলকাতার ব্যস্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে রানি মুখার্জির বিপরীতে দেখা যাবে তাঁকে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বলিউড সে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। তাই অভিনয়শিল্পীদের কাছে সেই ইন্ডাস্ট্রি সবচেয়ে পূজণীয়। তাই তো ছোট-বড় অফারের বাতাস গায়ে লাগাতেই নিত্যদিন ছুটছেন সেখানে।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১৫ ঘণ্টা আগে