Ajker Patrika

পর্দায় আসছেন বাস্তবের জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫২
হাবিব ও শিফা এবং ইমন ও আয়েশা। ছবি: সংগৃহীত
হাবিব ও শিফা এবং ইমন ও আয়েশা। ছবি: সংগৃহীত

পর্দায় জুটি হয়ে কাজ করার সুবাদে অনেকে বাস্তব জীবনেও জুটি হয়েছেন। আবার বাস্তব জীবনের অনেক জুটিকেও পর্দায় দেখা গেছে একসঙ্গে। এবার পর্দায় হাজির হচ্ছেন বাস্তব জীবনের দুই জুটি—মডেল ও চিত্রনায়ক মামনুন ইমন ও তাঁর স্ত্রী আয়েশা ইসলাম এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা।

ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন চিত্রনায়ক মামনুন ইমন। তাই ২০০৮ সালে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে সাত বছর পর। সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীকে নিয়ে পোস্ট করতে দেখা যায় না তাঁকে। এবার আড়াল ভেঙে স্ত্রীকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি। একটি বিজ্ঞাপনে দেখা যাবে বাস্তব জীবনের এই জুটিকে। মডেলিং দিয়ে ইমনের ক্যারিয়ার শুরু হলেও এবারই প্রথম বিজ্ঞাপনে মডেল হলেন আয়েশা। গত শুক্রবার তাঁরা অংশ নেন শুটিংয়ে।

প্রথমবার পর্দায় স্ত্রীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রোজ ডেতে সবচেয়ে প্রিয় ও কাছের মানুষটির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলো। হার‍ল্যানের পক্ষ থেকে একটি দম্পতিকে নিয়ে ওভিসি নির্মাণের পরিকল্পনা হচ্ছিল। সেটাতেই আমি আর আমার স্ত্রী কাজ করলাম। রোমান্টিক একটা স্টোরি। জীবনে প্রথম একসঙ্গে শুটিং করলাম আমরা।’

বিজ্ঞাপনে কাজ করার সাহস পাচ্ছিলেন না আয়েশা। ইমন সাহস জুগিয়েছেন তাঁকে। ইমনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়েশা বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করা কঠিন, তার ওপর এটা আমার প্রথম কাজ। প্রথমে ভেবেছিলাম এটা ফটোশুট হবে, পরে শুনলাম ভিডিও শুট। মহাচিন্তায় পড়ে গিয়েছিলাম। ইমন সাহস জোগাল, সহযোগিতা করল। ওর কারণেই কাজটা সহজ হয়েছে।’

অন্যদিকে চার বছর পর সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আফসানা চৌধুরী শিফা। ‘পাগল হাওয়া’ শিরোনামের গানটি লিখেছেন শ্রাবণ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। শুটিং হয়েছে দেশে ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। গতকাল প্রকাশ পেয়েছে টিজার। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

আফসানা চৌধুরী শিফা বলেন, ‘প্রায় চার বছর পর আমরা একসঙ্গে কাজ করলাম। কাজের ব্যাপারে সে (হাবিব) বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সঙ্গে কাজ করতে ভালো লাগে। তার গান নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এবারের ভিডিওটি দারুণ হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

২০২১ সালের ১২ জানুয়ারি ফেসবুকে আফসানা চৌধুরী শিফাকে বিয়ের কথা জানান হাবিব। পাঁচ মাসের পরিচয়ের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। এটি হাবিবের তৃতীয় বিয়ে। ওই বছরের মে মাসে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এবার দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় আসছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত