বিয়ের পর মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ নামের ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ‘পরিণীতা’য় ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। এরপর সন্তান জন্মের কারণে লম্বা বিরতি। তবে শুভশ্রী সব সময় চেয়েছেন ক্যামেরার সামনে ফিরতে। ফিরলেনও।
গতকাল ছিল শুভশ্রীর জন্মদিন। এবারের জন্মদিনে অভিনেত্রীর কাছ থেকে বিশেষ ‘সারপ্রাইজ’ পেয়েছেন ভক্তরা। ঘোষণাটি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন। দেবেন সারপ্রাইজ। সন্ধ্যায় দেখা গেল, লাইভে শুভশ্রী দাঁড়িয়ে আছেন জমকালো মঞ্চে। সেখানেই উন্মুক্ত হলো ‘ডা. বক্সী’ ছবির মোশন পোস্টার।
এটিই শুভশ্রীর সারপ্রাইজ। এ ছবি দিয়েই আবার ফিরছেন অভিনেত্রী। শুভশ্রী জানিয়েছেন, ‘ডা. বক্সী’ ছবিতে তিনি অভিনয় করবেন একজন লেখিকার চরিত্রে। নাম তাঁর মৃণালিনী। নতুন গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যান তিনি। আচমকা সেই হোটেলেই ঘটে যায় খুনের ঘটনা। ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।
শুভশ্রী বলেন, ‘ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।’ ছবিতে ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। ‘ডা. বক্সী’ পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ বানিয়েছিলেন তিনি। ওই ছবিতেও ছিল ডা. বক্সী চরিত্রটি। তবে গল্প হিসেবে ‘ডা. বক্সী’ সম্পূর্ণ আলাদা, জানিয়েছেন নির্মাতা।
বিয়ের পর মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ নামের ওই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। ‘পরিণীতা’য় ভিন্ন ধরনের চরিত্রে হাজির হয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন শুভশ্রী। এরপর সন্তান জন্মের কারণে লম্বা বিরতি। তবে শুভশ্রী সব সময় চেয়েছেন ক্যামেরার সামনে ফিরতে। ফিরলেনও।
গতকাল ছিল শুভশ্রীর জন্মদিন। এবারের জন্মদিনে অভিনেত্রীর কাছ থেকে বিশেষ ‘সারপ্রাইজ’ পেয়েছেন ভক্তরা। ঘোষণাটি তিনি আগেই দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুক লাইভে আসবেন। দেবেন সারপ্রাইজ। সন্ধ্যায় দেখা গেল, লাইভে শুভশ্রী দাঁড়িয়ে আছেন জমকালো মঞ্চে। সেখানেই উন্মুক্ত হলো ‘ডা. বক্সী’ ছবির মোশন পোস্টার।
এটিই শুভশ্রীর সারপ্রাইজ। এ ছবি দিয়েই আবার ফিরছেন অভিনেত্রী। শুভশ্রী জানিয়েছেন, ‘ডা. বক্সী’ ছবিতে তিনি অভিনয় করবেন একজন লেখিকার চরিত্রে। নাম তাঁর মৃণালিনী। নতুন গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যান তিনি। আচমকা সেই হোটেলেই ঘটে যায় খুনের ঘটনা। ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।
শুভশ্রী বলেন, ‘ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।’ ছবিতে ডা. বক্সী চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। ‘ডা. বক্সী’ পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু। এর আগে ‘প্রতিদ্বন্দ্বী’ বানিয়েছিলেন তিনি। ওই ছবিতেও ছিল ডা. বক্সী চরিত্রটি। তবে গল্প হিসেবে ‘ডা. বক্সী’ সম্পূর্ণ আলাদা, জানিয়েছেন নির্মাতা।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৩ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩৫ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে