Ajker Patrika

বাবার চলে যাওয়া এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারিনি: রণবীর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৫: ৩৩
বাবার চলে যাওয়া এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারিনি: রণবীর

গতকাল মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। এদিকে রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর মারা গেছেন তিন বছরের বেশি সময় হয়েছে। অ্যানিমেল মুক্তির আগে বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রণবীর।

বাবা হিসেবে ঋষি কাপুরকে শ্রদ্ধা করলেও সেই টান বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁদের মধ্যে ছিল না বলেই দাবি করেছেন রণবীর। সঙ্গে জানিয়েছেন ঋষি কাপুরের চলে যাওয়া, না থাকাটা তিনি এখনো পুরোপুরিভাবে অনুভব করে উঠতে পারেননি।

আনস্টপেবল এনবিকেতে ‘অ্যানিমেল’ সিনেমার প্রচারে রণবীর বলেন, ‘শৈশবে বাবার খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না আমি। ওর সঙ্গে (অ্যানিমেল সিনেমায় অর্জুনের চরিত্র) ওর বাবার সম্পর্ক যেমন ছিল, আমাদেরটাও তাই ছিল। আমি তাঁকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম কিন্তু একটা দূরত্ব ছিলই। আমি মনে করি ভারতের প্রায় সব জায়গাতেই বাবা-ছেলের সম্পর্ক একটু নীরস। ফলে এই গল্পের সেই জায়গাটার সঙ্গে নিজের ভীষণ মিল খুঁজে পেয়েছি।’

বাবার মৃত্যু প্রসঙ্গে রণবীর বলেন, ‘সন্তানের কাছে বাবার মৃত্যুর থেকে বড় শোক আর কীই বা হতে পারে। কিন্তু কয়েক বছর আগে আমি বাবাকে হারিয়েছি তাও তাঁর চলে যাওয়া, না থাকাটা আমি অনুভব করে উঠতে পারিনি। কারণ সব সময় আমাদের শেখানো হয়—ছেলে মানেই তোমাকে শক্ত থাকতে হবে, বেশি এক্সপ্রেস করা যাবে না।’

 ‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে। আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা ট্রেলার দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। এ ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত