Ajker Patrika

‘রাবণ’ লুকে জিতের চমক

‘রাবণ’ লুকে জিতের চমক

পূজায় মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ছবি ‘বাজি’। ভারতের পাশাপাশি বাংলাদেশের হলেও দেখা গেছে ছবিটি। এরইমধ্যে প্রকাশ্যে এল জিতের পরবর্তী ছবি ‘রাবণ’-এর ফার্স্টলুক। যেখানে একেবারে নতুন রূপে দেখা গেছে টালিউড সুপারস্টার জিতকে।

লাল চোখে কুটিল হাসি। একটি ভুরুর মাঝে কাটা দাগ। ‘রাবণ’ অবতারে চমকে দিয়েছেন জিৎ। ফার্স্টলুকের পর এবার রাবণের শুটিং ফ্লোর থেকে একেবারে অ্যাকশন-প্য়াকড ছবি পোস্ট করলেন তিনি।

‘রাবণ’ ছবিতে জিতের লুকনতুন ছবিতে কালো রঙের পোশাকে অ্যাকশন মুডে দাঁড়িয়ে জিৎ। তাঁর দিকে ধেয়ে আসছে একের পর এক তির। এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অ্যাকশনই কথা বলবে!’

‘রাবণ’ ছবিতে জিতের লুক। ছবি: ইনস্টাগ্রাম থেকেছবির নাম ‘রাবণ’ হলেও এটি কোনো ঐতিহাসিক ছবি নয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটেই সাজানো হয়েছে ছবির গল্প। রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে নামটি। জিতের সঙ্গে এ ছবিতে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী ও নবাগতা লহমা ভট্টাচার্যকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত