Ajker Patrika

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২১: ৫১
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে মাহি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেব।’

মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। আমি অনেক দিন যাবৎ তৃণমূলে কাজ করে যাচ্ছি, সেখানের সবাই আমাকে চায়।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল সোয়া ১০টায় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত