বিনোদন প্রতিবেদক
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
১ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
১ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৩ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৪ ঘণ্টা আগে