বিনোদন প্রতিবেদক
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয় করছেন অনেক বছর ধরেই। কিন্তু সিনেমায় হাজির হয়েছেন এ বছরই। অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ হবে তাঁর প্রথম ছবি। কিছুদিন আগে ‘অমানুষ’-এর শুটিং শেষ করেছেন। তারপরই চলে গেছেন শ্বশুরবাড়ি, কলকাতায়।
সেখান থেকে মিথিলার আরো এক ছবির খবর উড়ে এসেছে। নতুন ছবির নাম ‘মায়া’। বানাবেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে বোনা হয়েছে ছবির গল্প। মিথিলা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, রাহুল, রনিতা দাস ও দেবলীনা কুমার।
জানা গেছে, ১২ জুলাই থেকে শুরু হবে মিথিলার নতুন ছবির শুটিং। কাজ হবে কলকাতা ও আশপাশের এলাকায়। মিথিলা অভিনয় করবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিথিলা এখন কলকাতায়। টানা ১০০ দিন দেশে কাটিয়ে লকডাউনের একদিন আগে গত ৩০ জুন মেয়েকে নিয়ে কলকাতায় যান তিনি। তড়িঘড়ি করে কলকাতা যাওয়ার প্রসঙ্গে গণমাধ্যমকে তখন মিথিলা জানিয়েছিলেন, সেখানে মেয়ের স্কুল খুলে যাওয়ার কারণেই যেতে হয়েছে তাঁকে।
এতদিনে এসে জানা গেল, মিথিলার কলকাতায় যাওয়ার আরেকটি কারণ। নতুন সিনেমার শুটিং। এ সিনেমাটি হতে যাচ্ছে টালিউডে মিথিলার প্রথম কাজ।
ছবিটি নিয়ে কথা বলতে মিথিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে ভারতের গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে এখনই কথা বলতে চান না।
‘মায়া’ ছবির পরিচালক রাজর্ষি দে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন।’
‘মায়া’ ছবিতে মিথিলাকে তিন সময়ের চরিত্রে দেখা যাবে। পরিচালক বলছেন, এ চরিত্রটি ভীষণ জটিল। মিথিলা এখন চরিত্রটির জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নির্মাতা রাজর্ষি দে।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৪ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৬ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৮ ঘণ্টা আগে