Ajker Patrika

নুসরাতের জীবনে ঝড়

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ জুন ২০২১, ২১: ৪২
Thumbnail image

ঢাকা: ভালোবেসে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান ও নিখিল জৈন। ধর্ম আলাদা, কিন্তু তা বাধা হয়ে দাঁড়ায়নি এই জুটির প্রেমকাহিনিতে। এরপর রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেই তুরস্কে জমকালো বিয়ে করেছিলেন এই জুটি। তবে বছর যেতে না–যেতেই প্রেম ও বিয়ের এমন পরিণতি হবে! কে জানত?

১৯ জুন নুসরাত-নিখিলের বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। তবে দুজন আছেন দুই মেরুতে। চলতি বছরের শুরু থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দাম্পত্য বিচ্ছেদের পাশাপাশি যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে। সেই গুঞ্জন সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে গেছে। গত সপ্তাহেই প্রকাশ্যে আসে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত। ভারতীয় অনেক গণমাধ্যম দাবি করছে নুসরাত ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা।

নুসরাত জাহান।

এই গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া- সর্বত্রই চলছে নানা কাটাছেঁড়া। তবে এই গুঞ্জন নিয়ে মুখ খুলছেন না নুসরাত জাহান। অথচ ইনস্টাগ্রামে একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে চলেছেন তৃণমূল সাংসদ। কেন নীরব নুসরাত? কেন নিজের অবস্থান স্পষ্ট করছেন না তিনি? যেখানে নিখিল খুব পরিষ্কারভাবে নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি জানান, ‘ছয় মাস ধরে আলাদা নুসরাতের থেকে। তাই ওই সন্তান তাঁর নয়।’

নুসরাত জাহাননিখিল জৈনকে নিয়ে মুখ খুলেছেন নুসরাতও, বললেন, ওটা নাকি বিয়ে নয়! বুধবার নিখিলের সঙ্গে বিচ্ছেদের চর্চা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন। তিনি বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তার ওপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে, সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়।’

আইনের চোখে এটা বিয়েই নয়, বরং একটা রিলেশনশিপ বা বলা যায় লিভ ইন রিলেশনশিপ। তাই ডিভোর্সের প্রশ্নটাই ওঠে না। আমরা বহুদিন আগেই আলাদা হয়ে গিয়েছি। তবে আমি এই নিয়ে কিছু বলতে চাইনি। কারণ আমার ব্যক্তিগত জীবনটা আমি ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই আমি কী করছি, সেটা ওই বিচ্ছেদের ওপর ভিত্তি করে নির্ভরশীল নয়। আমাকে নিয়ে সংবাদমাধ্যমের বা অন্য যে কারোর প্রশ্ন তোলাটা সাজে না। এই বিয়েটা আইনসম্মত নয়, বৈধ এবং কার্যকর নয়।

নুসরাত জাহান, অভিনেত্রী

২০১৯ সালের ১৯ ও ২০ জুন তুরস্কে রীতি মেনে বিয়ের পর্ব (যদিও নুসরাত এই বিয়ে অস্বীকার করলেন) সেরেছিলেন নুসরাত-নিখিল। কলকাতার এক সাত তারা হোটেলে বসেছিল এই জুটির গ্র্যান্ড রিসেপশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত