ছেলের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর ১টার খানিক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এ খবর ইতিমধ্যে জেনে ফেলেছেন সবাই। তবে নতুন তথ্য জানা গেল আজ— নুসরাত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান।
তবে এ নামের পেছনেও অনেকে রহস্য খুঁজছেন। আলাপ উঠেছে, অভিনেতা যশ (Yash) দাশগুপ্তর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম ঈশান (Yishaan) রাখা হয়েছে।
সন্তানের বাবা কে, এ প্রশ্ন তুলে নুসরাতকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু নুসরাত ওসব তর্ক-সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে থেকেছেন। ছেলের নামকরণের মধ্য দিয়েই কি সব সমালোচনা আর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী?
গত জুন মাসে প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর। তখন তাঁর স্বামী নিখিল জৈন অভিযোগ করেছিলেন, সন্তানের বাবা তিনি নন। গতকাল নুসরাত মা হওয়ার পর নিখিল বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্ক নেই। ফোনও করব না। তবে ওদের জন্য শুভেচ্ছা রইল।’
গত বছরের শেষ থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দূরত্ব বাড়তে থাকে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন অভিনেত্রী। এই দূরত্বের কারণ হিসেবে উঠে আসে কলকাতার বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার বিষয়টি।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরাতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। তার কথায়, ‘আমরা খুব খুশি। অপারেশন নিয়ে নুসরাতের খুব টেনশন ছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে।’
ছেলের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুর ১টার খানিক আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। এ খবর ইতিমধ্যে জেনে ফেলেছেন সবাই। তবে নতুন তথ্য জানা গেল আজ— নুসরাত তাঁর ছেলের নাম রেখেছেন ঈশান।
তবে এ নামের পেছনেও অনেকে রহস্য খুঁজছেন। আলাপ উঠেছে, অভিনেতা যশ (Yash) দাশগুপ্তর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম ঈশান (Yishaan) রাখা হয়েছে।
সন্তানের বাবা কে, এ প্রশ্ন তুলে নুসরাতকে কম কটাক্ষ করা হয়নি। কিন্তু নুসরাত ওসব তর্ক-সমালোচনায় কান না দিয়ে নিজের মতো করে থেকেছেন। ছেলের নামকরণের মধ্য দিয়েই কি সব সমালোচনা আর প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী?
গত জুন মাসে প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর। তখন তাঁর স্বামী নিখিল জৈন অভিযোগ করেছিলেন, সন্তানের বাবা তিনি নন। গতকাল নুসরাত মা হওয়ার পর নিখিল বলেছেন, ‘ওর সঙ্গে সম্পর্ক নেই। ফোনও করব না। তবে ওদের জন্য শুভেচ্ছা রইল।’
গত বছরের শেষ থেকেই নিখিলের সঙ্গে নুসরাতের দূরত্ব বাড়তে থাকে। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন অভিনেত্রী। এই দূরত্বের কারণ হিসেবে উঠে আসে কলকাতার বাংলা ছবির নায়ক যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের ঘনিষ্ঠতার বিষয়টি।
এ নিয়ে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। তবে প্রেম, সন্তান নিয়ে একটিবারও মুখ খোলেননি নুসরাত জাহান। এ প্রসঙ্গে প্রথমদিকে কিছুই বলতে চাননি যশ দাশগুপ্তও। গত বুধবার নুসরাতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। তার কথায়, ‘আমরা খুব খুশি। অপারেশন নিয়ে নুসরাতের খুব টেনশন ছিল। তবে সবকিছু ভালোভাবে হয়েছে।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে