বিনোদন ডেস্ক
একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর, এ পরিবেশ তাদের জন্য উপযোগী। এতে জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি আছেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। গল্পের শেষে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়।
২৮ ইয়ারস লেটার
ভৌতিক সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও কনেল, অ্যালফি উইলিয়ামস, রালফ ফিয়েনস প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রায় তিন দশক কেটে গেছে জৈবিক অস্ত্র পরীক্ষাগার থেকে রেগে ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরে। যারা এখনো রেগে ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা এক ছোট দ্বীপে আশ্রয় নিয়েছে। গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে ভাইরাস তাদের গ্রামে ঢুকতে না পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাইরে যায়।
একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ
জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর, এ পরিবেশ তাদের জন্য উপযোগী। এতে জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি আছেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। গল্পের শেষে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়।
২৮ ইয়ারস লেটার
ভৌতিক সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও কনেল, অ্যালফি উইলিয়ামস, রালফ ফিয়েনস প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রায় তিন দশক কেটে গেছে জৈবিক অস্ত্র পরীক্ষাগার থেকে রেগে ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরে। যারা এখনো রেগে ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা এক ছোট দ্বীপে আশ্রয় নিয়েছে। গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে ভাইরাস তাদের গ্রামে ঢুকতে না পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাইরে যায়।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৩২ মিনিট আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৪০ মিনিট আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
১ ঘণ্টা আগে