Ajker Patrika

একই দিনে দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একই দিনে দুটি সাড়া জাগানো সিনেমা মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ভৌতিক সিনেমা ‘২৮ ইয়ার লেটার’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

জুরাসিক ওয়ার্ল্ডের সর্বশেষ সিকুয়েল ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ যেখানে শেষ হয়েছিল, তার পাঁচ বছর পরের গল্প দেখা যাবে নতুন সিনেমায়। গ্রহের বাস্তুশাস্ত্র আরও কঠিন হয়ে গেছে ডাইনোসরদের জন্য। একটি বিচ্ছিন্ন পরিবেশে টিকে আছে অল্প কিছু ডাইনোসর, এ পরিবেশ তাদের জন্য উপযোগী। এতে জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। কারণ, কিছু মানুষ চায়, ডাইনোসরকে ব্যবহার করে পৃথিবীতে তাদের কর্তৃত্ব স্থাপন করতে। জোহানসনের টিমের সদস্য ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন মাহেরশালা আলী। জোনাথন বেইলি আছেন জীবাশ্মবিদ ড. হেনরি লুমিসের চরিত্রে। গল্পের শেষে সবাই একটি দ্বীপে আটকা পড়ে এবং এক ভয়ংকর ও মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হয়।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২৮ ইয়ারস লেটার

ভৌতিক সিনেমাটি পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। অভিনয় করেছেন জোডি কোমার, অ্যারন টেলর-জনসন, জ্যাক ও কনেল, অ্যালফি উইলিয়ামস, রালফ ফিয়েনস প্রমুখ। গল্পে দেখা যাবে, প্রায় তিন দশক কেটে গেছে জৈবিক অস্ত্র পরীক্ষাগার থেকে রেগে ভাইরাস ছড়িয়ে পড়েছে বাইরে। যারা এখনো রেগে ভাইরাসে আক্রান্ত হয়নি, তারা এক ছোট দ্বীপে আশ্রয় নিয়েছে। গ্রামকে পাহারা দিচ্ছে, যাতে ভাইরাস তাদের গ্রামে ঢুকতে না পারে। এই পরিস্থিতিতে ১২ বছর বয়সী স্পাইক তার মায়ের চিকিৎসার জন্য গ্রামের বাইরে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত