বিনোদন প্রতিবেদক, ঢাকা
বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অন্যদিকে, দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। এ ছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে।
নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, সময় করতে পারিনি। এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লেগেছে, সময়ও ম্যানেজ করা গেছে, তাই সম্মতি জানিয়েছি। আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি। অন্যের অভিনয়ে নিজের কণ্ঠ দেওয়া, তা-ও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর, বেশ শক্ত কাজ। তবে নতুন কিছু করতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার।’
বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অন্যদিকে, দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। এ ছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে।
নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, সময় করতে পারিনি। এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লেগেছে, সময়ও ম্যানেজ করা গেছে, তাই সম্মতি জানিয়েছি। আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি। অন্যের অভিনয়ে নিজের কণ্ঠ দেওয়া, তা-ও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর, বেশ শক্ত কাজ। তবে নতুন কিছু করতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার।’
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
৫ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
৫ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
৫ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
৫ ঘণ্টা আগে