বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।
জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।
গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।
জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২৪ মিনিট আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
২ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগে