Ajker Patrika

‘রঙ্গনা’ দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৭
‘রঙ্গনা’ দিয়ে শুটিংয়ে ফিরছেন শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি তিনি দেশে আসেন। দেশে আসার পরই শোনা যায়, বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতেই তাঁর ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই চিত্রনায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন নির্মাতা আরাফাত হোসাইন। প্রথম সিনেমাতেই শাবনূরকে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা।

সিনেমাটির প্রসঙ্গে আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে।’

নির্মাতা আরাফাত আরও বলেন, ‘নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে নির্মাতা আরাফাত হোসাইনসিনেমাটি নিয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন প্রায় ৮ মাস আগে ‘‘রঙ্গনা’’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এর ঠিক এক মাস পর আমি চুক্তিবদ্ধ হয়। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকেরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’

 ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত