ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি তিনি দেশে আসেন। দেশে আসার পরই শোনা যায়, বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতেই তাঁর ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই চিত্রনায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।
‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন নির্মাতা আরাফাত হোসাইন। প্রথম সিনেমাতেই শাবনূরকে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা।
সিনেমাটির প্রসঙ্গে আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে।’
নির্মাতা আরাফাত আরও বলেন, ‘নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন প্রায় ৮ মাস আগে ‘‘রঙ্গনা’’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এর ঠিক এক মাস পর আমি চুক্তিবদ্ধ হয়। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকেরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’
‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি তিনি দেশে আসেন। দেশে আসার পরই শোনা যায়, বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতেই তাঁর ঢাকায় ফেরা। অস্ট্রেলিয়া থাকাকালীন এই চিত্রনায়িকা যুক্ত হয়েছেন ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায়। সিনেমাটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। নতুন এই সিনেমাটি দিয়ে নতুন বছর নতুনভাবে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।
‘রঙ্গনা’ পরিচালনার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামছেন নির্মাতা আরাফাত হোসাইন। প্রথম সিনেমাতেই শাবনূরকে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা।
সিনেমাটির প্রসঙ্গে আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে।’
নির্মাতা আরাফাত আরও বলেন, ‘নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘অস্ট্রেলিয়া থাকাকালীন প্রায় ৮ মাস আগে ‘‘রঙ্গনা’’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। এর ঠিক এক মাস পর আমি চুক্তিবদ্ধ হয়। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকেরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’
‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সংগীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে