বিনোদন ডেস্ক
সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
সাদা-কালো ফ্রেমের ছবিগুলো দেখলে যে কারোরই মনে হবে, সত্যজিত-যুগ যেন ফিরে এল এই ২০২১-এ! কী দারুণ মিল! প্রথম ঝলকে বুঝে নেওয়াই কষ্ট, ছবির এ লোকটি আসল সত্যজিৎ রায় নন!
অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’য় সত্যজিৎ রায় হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কলকাতার সিরিয়ালের জনপ্রিয় মুখ জিতু কমল। তাঁর লুক এতটাই বিশ্বাসযোগ্য হয়েছে যে, সবাই ধরেই নিচ্ছেন— এ যেন সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ছবি!
অবাক হয়েছেন জিতু নিজেও। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এমনও হয়েছে, লুকটা কাছের একজনকে দেখিয়েছি, সে দেখে বলছে, এ তো আমার দেখা, নতুন আবার কী দেখব? আমি তখন তাঁকে বলেছি ভাল করে দেখতে, সে তখনও বলে যাচ্ছে, সত্যজিৎ রায় তো! তার পরে তাঁকে যখন বললাম এটা আমার লুক, সে অবাক হয়ে হাত থেকে ফোনটা কেড়ে নিল।’
‘অপরাজিত’ ছবিটির নাম শুনে যেমনটা মনে হচ্ছে, হয়তো এটা সত্যজিৎ রায়ের কালজয়ী ছবির রিমেক। কিন্তু তা নয়। এ ছবির মূল ফোকাস ‘অপরাজিত’র স্রষ্টা অর্থ্যাৎ সত্যজিৎ রায়ের দিকে। ‘পথের পাঁচালী’ তৈরির লড়াইয়ের গল্পই এই ছবির অনুপ্রেরণা।
তাই ছবিতে সত্যজিৎ রায় তো বটেই, গুরুত্বপূর্ণ তাঁর স্ত্রী বিজয়া রায়ও। এ চরিত্রে থাকছেন সায়নী ঘোষ। জানা গেছে, ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে। আগামী ১৯ নভেম্বর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং চলবে। পুরো ছবিটিই হবে সাদাকালো।
কিন্তু কীভাবে জিতু কমলকে হুবহু সত্যজিৎ রায়ের লুক দেওয়া সম্ভব হলো? জানা গেছে, গালে ও থুতনিতে প্রস্থেটিক্স মেকআপের সাহায্য নেওয়া হয়েছে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২২ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩২ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৪ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে