Ajker Patrika

ফিল্মফেয়ারে ফের জয়ার জয়

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১২: ৪৭
Thumbnail image

ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান। ২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে দুটি ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন ইশা সাহা (সোয়েটার), রাইমা সেন (তারিখ), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও সোহিনী সরকার (ভিঞ্চি দা)। সবাইকে ডিঙিয়ে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাকলেডি’ উঠে এল জয়া আহসানের হাতেই।

গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজন করা হয় ‘জয় ফিল্মফেয়ার’–এর চতুর্থ আসর। করোনা মহামারির কারণে গত বছরের আসরটি হয়েছে এ বছর।

জয়ার যে ছবি দু’টির জন্য এ সম্মানজনক পুরস্কারটি পেলেন, তার একটির পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিজয়া)। কৌশিকও পেয়েছেন তিনটি পুরস্কার। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা সংলাপ আর ‘নগরকীর্তন’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কারগুলো পেয়েছেন কৌশিক।

জয়া অভিনীত আরেকটি ছবি ‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এর আগে তার ‘রূপকথা নয়’ ও ‘ময়ূরাক্ষী’ ছবি দু’টি ফিল্মফেয়ারে সেরা নির্বাচিত হয়েছিল। জয়া আহসানকে শুভেচ্ছা জানাতে গিয়ে অতনু ঘোষ বলেন, ‘জয়ার বড় বিশেষত্ব হচ্ছে, অভিনয়ে বুঁদ হয়ে থাকেন। প্যাশনেট অভিনয়শিল্পী। একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ এটা। যতক্ষণ শুটিং হয়, তিনি নিবেদিতপ্রাণ থাকেন।’

ছবি: ফিল্মফেয়ারের ফেসবুক পেজ বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হয়েছে চলতি সপ্তাহেই। এরপর বুধবার এ পুরস্কারের বাংলা আসরটি অনুষ্ঠিত হলো। কলকাতার বাংলা ছবিকে উৎসাহ দিতে কয়েকবছর ধরে এ আয়োজনটি করছে ফিল্মফেয়ার।

এর আগে ২০১৮ সালে এ আসরে ‘বিসর্জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। এরও আগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।

পুরস্কারপ্রাপ্তির পর জয়া আহসান বলেন, ‘দেশের বাইরে কাজ করে এরকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যারা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যারা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত