বিনোদন ডেস্ক
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ১৫ নভেম্বর। আবেগঘন দিবসটি উপলক্ষে সৌমিত্রের স্মৃতিচারণায় চরকি নিয়ে আসছে নতুন চমক। উন্মোচিত হতে যাচ্ছে তাঁর অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ চরকিতে তাঁর ছবির রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর এই ষষ্ঠ চলচ্চিত্র খুলে দিল ফিল্ম, ফান, ফুর্তির অপার সম্ভাবনার দ্বার।
চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক মাসিক, ছয় মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে। নিয়মিত নতুন বাংলা কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন করে ফেলতে পারেন চরকি।
গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তাঁর অভিনীত অন্যতম ছবিগুলো হলো দেবী, তিন কন্যা, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, ঝিন্দের বন্দী, অপরিচিত, তিন ভুবনের পাড়ে, আতঙ্ক, পারমিতার একদিন, বেলা শেষে ও ময়ূরাক্ষী।
চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।
চরকি এই অভিনেতাকে স্মরণ করছে শ্রদ্ধাভরে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ১৫ নভেম্বর। আবেগঘন দিবসটি উপলক্ষে সৌমিত্রের স্মৃতিচারণায় চরকি নিয়ে আসছে নতুন চমক। উন্মোচিত হতে যাচ্ছে তাঁর অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ চরকিতে তাঁর ছবির রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর এই ষষ্ঠ চলচ্চিত্র খুলে দিল ফিল্ম, ফান, ফুর্তির অপার সম্ভাবনার দ্বার।
চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক মাসিক, ছয় মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে। নিয়মিত নতুন বাংলা কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন করে ফেলতে পারেন চরকি।
গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তাঁর অভিনীত অন্যতম ছবিগুলো হলো দেবী, তিন কন্যা, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, ঝিন্দের বন্দী, অপরিচিত, তিন ভুবনের পাড়ে, আতঙ্ক, পারমিতার একদিন, বেলা শেষে ও ময়ূরাক্ষী।
চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।
চরকি এই অভিনেতাকে স্মরণ করছে শ্রদ্ধাভরে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৩৮ মিনিট আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৫ ঘণ্টা আগে