চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।
কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’
‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।
ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
৩ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৮ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে