Ajker Patrika

হুমায়ূন আহমেদ, কবরী ও আফজালকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
হুমায়ূন আহমেদ ও আফজাল হোসেন। ছবি: সংগৃহীত
হুমায়ূন আহমেদ ও আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। একই দিনে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত সারাহ বেগম কবরীর জন্মদিন। হুমায়ূন আহমেদ ও কবরীর স্মরণে বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।

১৯ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’। পরিচালনা করেছেন আবুল হায়াত। সন্ধ্যা ৬টায় দেখা যাবে হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। এতে অংশ নিয়েছেন কবি হাসান হাফিজ, অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও মুনমুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

কবরী। ছবি: সংগৃহীত
কবরী। ছবি: সংগৃহীত

এ ছাড়া কবরীর স্মরণে তিন দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে চ্যানেল আই। ১৯ জুলাই বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে কবরী অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ পারভেজ।

২০ জুলাই বেলা ৩টা ৫ মিনিটে দেখা যাবে কবরী অভিনীত আরেকটি সাড়া জাগানো সিনেমা ‘বধূ বিদায়’। পরিচালনায় কাজী জহির। এ দিন বিকেল সাড়ে ৫টায় রয়েছে আবদুর রহমানের উপস্থাপনায় কবরীর সর্বশেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সাময়িকী’। পরদিন ২১ জুলাই ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে ইবনে মিজান পরিচালিত চলচ্চিত্র ‘কত যে মিনতি’ অথবা সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’।

১৯ জুলাই অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের জন্মদিন। এ উপলক্ষে ওই দিন চ্যানেল আইয়ে দুপুর সাড়ে ১২টায় প্রচারিত হবে তারকা কথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানের বিশেষ অতিথি নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত