Ajker Patrika

কন্নড় অভিনেতা সম্পথ জে রামের আত্মহত্যা

কন্নড় অভিনেতা সম্পথ জে রামের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন ভারতের কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। গতকাল শনিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলারে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

‘অগ্নিসাক্ষী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সম্পথ জে রাম। তিনি ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’-এর মতো বহুল আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।

গত জানুয়ারিতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদটি জানান। সম্পথের এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা। 

কন্নড় অভিনেতা সম্পথ জে রাম‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে অভিনয় করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। বিজয় সূর্য টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি প্র্যাঙ্ক করেছে। অনেককে ফোন করে আমি খোঁজ নিয়ে জানলাম এটা সত্যি। খুবই দুঃখজনক ঘটনা। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাকে’। 

মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন সম্পথ জে রাম। পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এর জেরেই ডিপ্রেশন ভুগছিলেন তিনি। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত