আত্মহত্যা করেছেন ভারতের কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। গতকাল শনিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলারে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
‘অগ্নিসাক্ষী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সম্পথ জে রাম। তিনি ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’-এর মতো বহুল আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।
গত জানুয়ারিতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদটি জানান। সম্পথের এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে অভিনয় করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। বিজয় সূর্য টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি প্র্যাঙ্ক করেছে। অনেককে ফোন করে আমি খোঁজ নিয়ে জানলাম এটা সত্যি। খুবই দুঃখজনক ঘটনা। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাকে’।
মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন সম্পথ জে রাম। পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এর জেরেই ডিপ্রেশন ভুগছিলেন তিনি। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন’।
আত্মহত্যা করেছেন ভারতের কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। গতকাল শনিবার নিজের বাড়িতেই আত্মহত্যা করেন মাত্র ৩৫ বছর বয়সী টেলিভিশনের জনপ্রিয় এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বেঙ্গালুরুর রুরাল জেলার নেলামঙ্গলারে নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
‘অগ্নিসাক্ষী’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সম্পথ জে রাম। তিনি ‘শ্রী বালাজি ফটো স্টুডিও’-এর মতো বহুল আলোচিত সিনেমায় অভিনয় করেছেন।
গত জানুয়ারিতেই মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমাটির পরিচালক রাজেশ ধ্রুব সোশ্যাল মিডিয়ায় সম্পথ জে রামের মৃত্যু সংবাদটি জানান। সম্পথের এই আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মীরা।
‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে অভিনয় করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। বিজয় সূর্য টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি প্র্যাঙ্ক করেছে। অনেককে ফোন করে আমি খোঁজ নিয়ে জানলাম এটা সত্যি। খুবই দুঃখজনক ঘটনা। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাকে’।
মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন সম্পথ জে রাম। পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়তো এর জেরেই ডিপ্রেশন ভুগছিলেন তিনি। তাই হয়তো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন’।
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
১ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
২ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
৫ ঘণ্টা আগে