Ajker Patrika

বছরে দুটি সিনেমা করার ইচ্ছা সাবিলার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সাবিলা নূর। ছবি: ইনস্টাগ্রাম
সাবিলা নূর। ছবি: ইনস্টাগ্রাম

গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।

ছোট পর্দার অনেক অভিনেত্রী দু-একটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরোনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর।

তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার—সব মিলিয়ে গত কয়েকটা মাস ব্যস্ত সময় গেছে সাবিলার। নিজেকে চাঙা করতে গেছেন ভ্রমণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করছেন। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সেখান থেকেই সাবিলা জানালেন সিনেমা নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’

সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত