গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’
গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’
আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’
ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’
গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’
আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’
ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’
২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
১ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
১ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। এবার তৈরি হলো গানের ভিডিও। মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
১ ঘণ্টা আগেববিতার বিয়ের দিন সে এক কাণ্ড ঘটেছিল! বিয়ের দিন সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন রাজ্জাকের বাসায়। সেই গল্প শোনা যাক ববিতার মুখেই, ‘তখন আমার বাবা মৃত্যুশয্যায়। তিনি বলেছিলেন, মা, আমি বেঁচে থাকতে তোমার বিয়েটা দেখে যেতে চাই...
২ ঘণ্টা আগে