বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’
গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’
আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’
ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’
গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’
আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’
ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৪ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৪ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৪ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৪ ঘণ্টা আগে