গতকাল শনিবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্যাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। ঈদে ভক্তদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করছেন তারকারা। তারকাদের ফেসবুকের পাতা থেকে পড়ুন তাঁদের বার্তা।
দিলারা হানিফ পূর্ণিমা এখন বড়পর্দায় অনিয়মিত। টেলিভিশনে উপস্থাপনা ও বিভিন্ন রিয়্যালিটি শো তে দেখা মেলে তাঁর। গতকাল ভক্তদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।
জয়া আহসান ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো। এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি। ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের এই ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি। পরিবার নিয়ে তিনি এখন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, এই সুন্দরতম দিনে, আপনার আত্মাকে খুশি করে এমন কিছু করুন।
ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের সঙ্গে ‘লোকাল’।
গতকাল শনিবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্যাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। ঈদে ভক্তদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করছেন তারকারা। তারকাদের ফেসবুকের পাতা থেকে পড়ুন তাঁদের বার্তা।
দিলারা হানিফ পূর্ণিমা এখন বড়পর্দায় অনিয়মিত। টেলিভিশনে উপস্থাপনা ও বিভিন্ন রিয়্যালিটি শো তে দেখা মেলে তাঁর। গতকাল ভক্তদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।
জয়া আহসান ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো। এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি। ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের এই ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি। পরিবার নিয়ে তিনি এখন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, এই সুন্দরতম দিনে, আপনার আত্মাকে খুশি করে এমন কিছু করুন।
ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের সঙ্গে ‘লোকাল’।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে