Ajker Patrika

ঢাকাই সিনেমার নায়িকারা ঈদে কে কোথায়

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২: ৪০
ঢাকাই সিনেমার নায়িকারা ঈদে কে কোথায়

গতকাল শনিবার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। ঈদে ভক্তদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করছেন তারকারা। তারকাদের ফেসবুকের পাতা থেকে পড়ুন তাঁদের বার্তা।

দিলারা হানিফ পূর্ণিমা এখন বড়পর্দায় অনিয়মিত। টেলিভিশনে উপস্থাপনা ও বিভিন্ন রিয়্যালিটি শো তে দেখা মেলে তাঁর। গতকাল ভক্তদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।

জয়া আহসানজয়া আহসান ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো। এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি। ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুকচিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের এই ঈদে কোনো সিনেমা মুক্তি পায়নি। পরিবার নিয়ে তিনি এখন ভারতের মুম্বাই। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, এই সুন্দরতম দিনে, আপনার আত্মাকে খুশি করে এমন কিছু করুন।

শবনম বুবলীঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। এই ঈদে মুক্তি পেয়েছে তাঁর দুইটি সিনেমা। শাকিব খানের বিপরীতে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং আদর আজাদের সঙ্গে ‘লোকাল’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত