Ajker Patrika

জায়েদ খানকেই সেক্রেটা‌রি হিসেবে পেলেন ই‌লিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ২১
জায়েদ খানকেই সেক্রেটা‌রি হিসেবে পেলেন ই‌লিয়াস কাঞ্চন

সন্ধ্যার পর থে‌কে অনেকবার ফলাফল প্রকাশের গুঞ্জন র‌টেছিল। শিল্পীরা প্রতিবারই বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেছিলেন, 'শিল্পী সমিতির ভোট গণনা এখনো চলছে, বিভ্রান্ত হবেন না।'

অবশেষে শ‌নিবার ভো‌রে বহুল প্রতীক্ষিত সেই ফলাফলটা এল। শিল্পী সমিতির আগামী দুই বছ‌রের জন‌্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তি‌নি পে‌য়ে‌ছেন ১৯১‌টি ভোট। বিপরী‌তে মিশা সওদাগর পে‌য়ে‌ছেন ১৪৮‌টি ভোট।

আর ১৭৬ ভোট পে‌য়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিপরী‌তে নিপুণ পে‌য়ে‌ছেন ১৬৩টি ভোট।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠ‌নিক সম্পাদক পদে জয়ী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

এছাড়া জয়ী হ‌য়ে ১১ জ‌নের কার্যকরী সদস্য পদের তা‌লিকায় নাম লি‌খি‌য়ে‌ছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

শ‌নিবার ভোর ৫টা ৫০ মি‌নি‌টে নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এ ফলাফল ঘোষণা ক‌রেন। তি‌নি জানান, শিল্পী স‌মি‌তির মোট ভোটার ৪২৮ জন। ভোট দি‌য়ে‌ছেন ৩৬৫ জন। বা‌তিল হ‌য়ে‌ছে ২৬‌টি ভোট। সুতরাং ৩৩৯টি ভোট নি‌য়ে এবার প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রে‌ছেন শিল্পীরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত