বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন শাকিব খান। এবার তিনি আলোচনায় এসেছেন বুবলীকে নিয়ে কথা বলে। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, তাঁর জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। বুবলীকে নিয়ে কথা বলতে লজ্জাবোধ করেন তিনি। এমন কথা শুনে ছেড়ে দেননি বুবলীও। নাম উল্লেখ না করে আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, আলোচনায় থাকার জন্যই নায়ক ও তাঁর গ্যাং বারবার ব্যবহার করছেন তাঁর নাম।
গত মাসে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে এমন খবর জানান তাপসের স্ত্রী ও গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি। যদিও পরবর্তী সময়ে মুন্নি জানান, অন্য কেউ তাঁর ফেসবুক হ্যাক করে এমনটা লিখেছে। এর কয়েক দিন পর মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই রেকর্ডের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।
তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতের বারাণসিতে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেই তিনি শুনেছেন এসব ঘটনা। সে সময় মুখ খোলেননি এসব নিয়ে। দেশে ফিরে গত রোববার একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে মুঠোফোনে এ নিয়ে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।’
এমন ঘটনার পর মুন্নি তাঁকে ফোন করেছেন বলেও জানান শাকিব। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা বলতে চান না এই নায়ক। শাকিবের ভাষ্য মতে, এর আগেও বুবলী অন্য অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় তাঁর অপরাধ নিজের ঘাড়ে নিয়েছেন শাকিব। তাই তা প্রকাশ পায়নি। বুবলী সম্পর্কে শাকিব আরও বলেন, ‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতে চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব!’
শাকিবের এমন মন্তব্যের জবাবে ছেড়ে কথা বলেননি বুবলী। আজ সকালে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব’’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। চালিয়ে যান।’
কারও নাম উল্লেখ না করলেও এই পোস্ট যে শাকিব খানকে ইঙ্গিত করেই বুবলী লিখেছেন তা ঠিকই বুঝে নিয়েছেন নেটিজেনরা।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তাঁরা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাঁদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকেই স্পষ্ট হয় দুজনের রেষারেষি। একদিকে শাকিব বলছেন তাঁর জীবনে বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলীর দাবি, তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন শাকিব খান। এবার তিনি আলোচনায় এসেছেন বুবলীকে নিয়ে কথা বলে। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, তাঁর জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই। বুবলীকে নিয়ে কথা বলতে লজ্জাবোধ করেন তিনি। এমন কথা শুনে ছেড়ে দেননি বুবলীও। নাম উল্লেখ না করে আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, আলোচনায় থাকার জন্যই নায়ক ও তাঁর গ্যাং বারবার ব্যবহার করছেন তাঁর নাম।
গত মাসে গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের খবর চাউর হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে এমন খবর জানান তাপসের স্ত্রী ও গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নি। যদিও পরবর্তী সময়ে মুন্নি জানান, অন্য কেউ তাঁর ফেসবুক হ্যাক করে এমনটা লিখেছে। এর কয়েক দিন পর মুন্নির একটি কল রেকর্ড ফাঁস হয়। ফাঁস হওয়া সেই রেকর্ডের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম।
তাপস-বুবলীর প্রেমের খবর যখন সামনে আসে, তখন ভারতের বারাণসিতে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং করছিলেন শাকিব খান। কাজের ব্যস্ততার মাঝেই তিনি শুনেছেন এসব ঘটনা। সে সময় মুখ খোলেননি এসব নিয়ে। দেশে ফিরে গত রোববার একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে মুঠোফোনে এ নিয়ে কথা বলেন শাকিব। তিনি বলেন, ‘কথাগুলো বলতে চাই না। বললেও আমার নিজের কাছে নিজেকে খুব লজ্জিত মনে করব। অপমানিত মনে করব।’
এমন ঘটনার পর মুন্নি তাঁকে ফোন করেছেন বলেও জানান শাকিব। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা বলতে চান না এই নায়ক। শাকিবের ভাষ্য মতে, এর আগেও বুবলী অন্য অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় তাঁর অপরাধ নিজের ঘাড়ে নিয়েছেন শাকিব। তাই তা প্রকাশ পায়নি। বুবলী সম্পর্কে শাকিব আরও বলেন, ‘আমার জীবনে যে মানুষের কোনো অস্তিত্ব নেই, তাকে (বুবলী) নিয়ে আমি কথা বলতে চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব!’
শাকিবের এমন মন্তব্যের জবাবে ছেড়ে কথা বলেননি বুবলী। আজ সকালে ফেসবুকে এ নায়িকা লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব’’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। চালিয়ে যান।’
কারও নাম উল্লেখ না করলেও এই পোস্ট যে শাকিব খানকে ইঙ্গিত করেই বুবলী লিখেছেন তা ঠিকই বুঝে নিয়েছেন নেটিজেনরা।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের বাবা-মা হন তাঁরা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাঁদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকেই স্পষ্ট হয় দুজনের রেষারেষি। একদিকে শাকিব বলছেন তাঁর জীবনে বুবলী এখন অতীত। অন্যদিকে বুবলীর দাবি, তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩ ঘণ্টা আগে