সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
‘গুণিন’ সিনেমার গল্প তৈরি হয়েছে গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। এলাকাবাসী বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি— রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ সিনেমার মূল উপজীব্য। সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল, সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন—তেমনটাই হচ্ছে। এই কয়দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে গুণিন দেখে ফেলবেন।’
দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:
দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’:
সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
‘গুণিন’ সিনেমার গল্প তৈরি হয়েছে গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। এলাকাবাসী বিশ্বাস করে, আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। এ ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি— রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এ সিনেমার মূল উপজীব্য। সিনেমায় দুটি গান রয়েছে। তার মধ্যে ‘ঘোমটা খুলে বদন তুলে’ গানটি ইতোমধ্যে দর্শক মনে দাগ কেটেছে।
পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল, সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন—তেমনটাই হচ্ছে। এই কয়দিন আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখেছেন। এবার চরকি সাবস্ক্রাইব করে গুণিন দেখে ফেলবেন।’
দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:
দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’:
প্রায় দেড় যুগ পর আসছে আমির খানের ‘তারে জমিন পার’ সিনেমার সিকুয়েল ‘সিতারে জমিন পার’। গতকাল মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। বিশেষ চাহিদাসম্পন্ন একদল মানুষ কীভাবে রূঢ় স্বভাবের বাস্কেটবল কোচকে ভালো মানুষ হতে শেখায়, সেটাই দেখা যাবে সিনেমায়। তবে ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে...
৬ ঘণ্টা আগেশাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১৮ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১৯ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১৯ ঘণ্টা আগে