বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে এক সময় গুম হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনার মতো। সংবাদপত্র খুললেই দেখা যেত এমন খবরের ছড়াছড়ি। প্রশাসনের পরিচয় দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তারপর সেই ব্যক্তির হদিস আর মিলত না। তেমনি এক সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। আগামী ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে আমলনামার ট্রেলার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনও ফিরবে?’ ২ মিনিটের ভিডিওটি শুরু হয়েছে কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ কবিতার লাইন দিয়ে। এরপরেই দেখা যায় মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে।
এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন। এদিকে এক দৃশ্যে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমরান জামান পারভীনের স্বামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে।’ শেষ পর্যন্ত পারভীনের স্বামীর ভাগ্যে কী ঘটেছিল, তা খোলাসা হবে ওয়েব ফিল্মের কাহিনিতে।
রায়হান রাফী বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল। একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে।’
পুলিশ কর্মকর্তা ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আমলনামা দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
পারভীন চরিত্রে অভিনয় করা তমা মির্জা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পারভীন চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে।’
আমলনামার চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
বাংলাদেশে এক সময় গুম হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনার মতো। সংবাদপত্র খুললেই দেখা যেত এমন খবরের ছড়াছড়ি। প্রশাসনের পরিচয় দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তারপর সেই ব্যক্তির হদিস আর মিলত না। তেমনি এক সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। আগামী ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে আমলনামার ট্রেলার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনও ফিরবে?’ ২ মিনিটের ভিডিওটি শুরু হয়েছে কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ কবিতার লাইন দিয়ে। এরপরেই দেখা যায় মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে।
এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন। এদিকে এক দৃশ্যে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমরান জামান পারভীনের স্বামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে।’ শেষ পর্যন্ত পারভীনের স্বামীর ভাগ্যে কী ঘটেছিল, তা খোলাসা হবে ওয়েব ফিল্মের কাহিনিতে।
রায়হান রাফী বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল। একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে।’
পুলিশ কর্মকর্তা ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আমলনামা দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
পারভীন চরিত্রে অভিনয় করা তমা মির্জা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পারভীন চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে।’
আমলনামার চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
সিনেমা এক ধরনের পরিষেবা—যেটির ওপর শুল্ক বসানো অনেক জটিল ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, বিদেশে বানানো সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। কিন্তু এটি কেবল সিনেমার ওপর হবে, নাকি সিরিজ, ভিজ্যুয়াল ইফেক্টস, বা যৌথ প্রযোজনার ওপরও আরোপ করা হবে—তা কেউ জানে না। ফলে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগেগত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর সৌদি সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি।
৭ ঘণ্টা আগেভাষাসৈনিক, শিক্ষাবিদ ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে আয়োজন করছে বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা।
৭ ঘণ্টা আগেঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে আমির খানের ‘সিতারে জমিন পার’। গত মাসেই জানা গিয়েছিল আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি। এবার প্রকাশ করা হলো সিনেমার ফার্স্ট লুক পোস্টার। এতে ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান; যাঁদের প্রত্যেকেই অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিষেকের।
৭ ঘণ্টা আগে