Ajker Patrika

বন্যাদুর্গতদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ হলো বুবলীর

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৩: ৫৪
বন্যাদুর্গতদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ হলো বুবলীর

পানি কমা শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি বন্যাদুর্গত এলাকার মানুষের। বন্যার্তদের সাহায্যে সাধারণ মানুষের সঙ্গে শোবিজ অঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন। দুর্গত এলাকায় গিয়ে সহায়তা করছেন। গতকাল ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ছুটে যান চিত্রনায়িকা শবনম বুবলী। বন্যাদুর্গতদের কাছে তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার অনুরোধ করেন এই নায়িকা।

বৃহস্পতিবার রাতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময়ে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে বুবলী লেখেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’

বন্যার্তদের জন্য সংগ্রহ করা তহবিল ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বুবলী লেখেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

জানা গেছে, বৃহস্পতিবার সকালে ত্রাণভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়িসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন তিনি।বন্যার্তদের ত্রাণসামগ্রী তুলে দিচ্ছেন বুবলী। ছবি: ফেসবুক থেকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত