টানা চতুর্থবারের মতো ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বাংলা সংস্করণে টলিউডের সব নায়িকাকে ছাপিয়ে গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হয়েছিলেন তিনি। আর এবারের মনোনয়নের মাধ্যমে টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন জয়া।
আগামীকাল ১০ মার্চ কলকাতায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে। পরিচালক সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ চলচ্চিত্রের জন্য এবার সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে মনোনয়নের তালিকায় আরও রয়েছেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।
এর আগে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ২০১৭ সালের আসরে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘বিসর্জন’ দিয়ে জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন। এরপর ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আবারও পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জেতেন জয়া। ২০১৪ সাল থেকে জয়ার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যাত্রা শুরু হয়, সে বছর অরিন্দম শীলের চলচ্চিত্র ‘আবর্ত’ এবং একই নির্মাতার চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ (২০১৬)-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া, তবে পুরস্কৃত হননি।
টালিউড থেকে এবার বলিউডে নাম লিখিয়েছেন জয়া। সম্প্রতি শুটিং শেষ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ চলচ্চিত্রের। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।
টানা চতুর্থবারের মতো ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের বাংলা সংস্করণে টলিউডের সব নায়িকাকে ছাপিয়ে গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হয়েছিলেন তিনি। আর এবারের মনোনয়নের মাধ্যমে টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন জয়া।
আগামীকাল ১০ মার্চ কলকাতায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে। পরিচালক সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ চলচ্চিত্রের জন্য এবার সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে মনোনয়নের তালিকায় আরও রয়েছেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।
এর আগে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ২০১৭ সালের আসরে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘বিসর্জন’ দিয়ে জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন। এরপর ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আবারও পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জেতেন জয়া। ২০১৪ সাল থেকে জয়ার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যাত্রা শুরু হয়, সে বছর অরিন্দম শীলের চলচ্চিত্র ‘আবর্ত’ এবং একই নির্মাতার চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ (২০১৬)-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন জয়া, তবে পুরস্কৃত হননি।
টালিউড থেকে এবার বলিউডে নাম লিখিয়েছেন জয়া। সম্প্রতি শুটিং শেষ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ চলচ্চিত্রের। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
৬ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
৬ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
৬ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১৯ ঘণ্টা আগে