অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্য নিয়ে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা টান। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’
অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্য নিয়ে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা টান। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৮ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে