Ajker Patrika

টুনাটুনির সুখ-দুঃখের বাস্তবতায় হঠাৎ ঘটে যায় বীভৎস দুর্ঘটনা

বিনোদন ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৬: ১৭
Thumbnail image

অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।

সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্য নিয়ে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।

‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।

সিয়াম আহমেদ ও শবনম ইয়াসমীন বুবলীওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’

সিয়াম আহমেদ ও শবনম ইয়াসমীন বুবলীপরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’

সিয়াম আহমেদ ও শবনম ইয়াসমীন বুবলীচরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা টান। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত