অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্য নিয়ে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা টান। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’
অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে। টুনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
সিদ্দিক আহামেদ ও রায়হান রাফির এমনই চিত্রনাট্য নিয়ে চরকির জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টান’। রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-বুবলি অভিনীত টান হবে চরকির এ বছরের অন্যতম অরিজিনাল সিনেমা।
‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমার মধ্যে দিয়ে সিয়াম-বুবলি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন।
ওয়েবের জন্য এটিই বুবলির প্রথম কাজ। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বুবলি নিজেও। তিনি বলেন, ‘ওয়েবের জন্য এটাই আমার প্রথম কাজ। পরিচালক, কো-আর্টিস্ট, গল্প সব মিলিয়ে টান একটি পরিপূর্ণ প্রজেক্ট। তাই কাজটি করা হয়েছে। দর্শক নতুন ও ভালো কিছু দেখতে চলেছে এই গল্পের মধ্য দিয়ে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘সিয়ামকে নিয়ে এর আগে অনেক কাজ করা হলেও বুবলিকে নিয়ে এটা আমার প্রথম কাজ। তিনি অনেক এফোর্ট দিয়েছেন। টান- এর গল্প নিয়ে কিছু বলার নেই। এটা চরকিতে রিলিজ হলে দর্শক নিজেই দেখে নিবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘নতুন বছরে চরকিতে অনেক চমক রয়েছে। তার মধ্যে দারুণ গল্পের সিনেমা টান। চরকি দর্শকদের এমন একটি কাজ উপহার দিচ্ছে ভেবে ভালো লাগছে। এই বছরে আরও অনেক কনটেন্ট আসবে। সেজন্য অপেক্ষা করতে হবে আর চরকির পর্দায় চোখ রাখতে হবে।’
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৩ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে