‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।
অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’
অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’
‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।
অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’
অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে