‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।
অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’
অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’
‘দিন: দ্য ডে’ সিনেমাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে মিশা সওদাগর ও অনন্ত জলিল। গত কয়েকদিন তাঁদের পাল্টাপাল্টি মন্তব্যে উত্তাল ঢাকাই সিনেমাপাড়া। মিশা যেমন একদিকে অনন্তের উদ্দেশে বলছেন, ‘উচ্চারণ ঠিক নাই, নাচতে পারে না, ফাইট পারে না। মিথ্যুক ও। এটা যে ১২০ কোটি টাকার ছবি, এটা তো আমরা বলতেই চাই না।’ অন্যদিকে মিশার উদ্দেশে অনন্ত বলছেন, ‘মিশার দ্বারা ইন্ডাস্ট্রির কোনো উপকার হয়নি।’ এমনকি মিশা সওদাগরের নানা সময়ের কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন অনন্ত জলিল।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেটের সমালোচনা করে মিশা বলেছিলেন, এ সিনেমায় ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এরপর নানা সময়ে মিশার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত। সর্বশেষ গত শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘দিন: দ্য ডে’র প্রদর্শনী শেষে মিশার মন্তব্যের কড়া জবাব দেন অনন্ত।
অনন্ত জলিল বলেন, ‘মিশা সওদাগর একজন পুরোনো আর্টিস্ট। তিনি যেটা ভেবেছেন, সেটা বলেছেন। তিনি প্রযোজকও না, ক্রিয়েটিভ পারসনও না। তাঁর দ্বারা সিনেমার উন্নতি হয় না। যাঁর কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, যাঁর নতুন ক্রিয়েটিভিটি নেই তাঁর দ্বারা চলচ্চিত্রের উন্নতি হবে কীভাবে?’
অনন্ত জলিল আরো বলেন, ‘কথা বলার আগে চিন্তা করতে হবে, কী ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দ্য ডের মতো একটা সিনেমা বানাতে পারল না কেন? একটা বানিয়ে দেখাতো। তিনি তো আমেরিকায় থাকেন, তাঁকে আমেরিকান সিনেমা দেখতে বলেন। বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন। সেখানকার সিনেমাও দেখেন। দিন দ্য ডের সঙ্গে সেখানকার সিনেমার তুলনা করেন।’
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
১ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
১ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৪ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৬ ঘণ্টা আগে